
সিরাজগঞ্জে ৫২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২: ট্রাক জব্দ

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১:২৩

সিরাজগঞ্জের কামারখন্দে ৫২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যাবহিত ট্রাক জব্দ করেছে র্যাব-১২’র সদস্যরা।
২৮ ফেব্রুয়ারী বুধবার বিকেলে গনমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তি র্যাব-১২’র স্কোয়াড্রন লীডার, কোম্পানী কমান্ডার মো. ইলিয়াস খান জানান,২৮ ফেব্রুয়ারি দুপুরে র্যাব-১২’র সদর কোম্পানির আভিযানিক দল“সিরাজগঞ্জের কামারখন্দ থানার ভদ্রঘাট এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫২ কেজি গাঁজাসহ ২মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১টি ট্রাক,২টি মোবাইল এবং নগদ ২৩,৬২২ টাকা জব্দ করা হয়।

আটক আসামীরা জামালপুরের দেওয়ানগঞ্জ থানার হারুয়াবাড়ী গ্রামের মৃত নুর মোহাম্মদ এর ছেলে আশরাফ আলী (৫০), ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার উলোবাড়িয়া গ্রামের মৃত আমজাদ বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস (৩৩)।

গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন র্যাব-১২’র স্কোয়াড্রন লীডার, কোম্পানী কমান্ডার মো. ইলিয়াস খান।

