প্রকাশ: ৪ জুলাই ২০২৫, ১৯:৫
দখলদার রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সব ধরনের আর্থিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার ফ্রানচেসকা আলবানিজ। বৃহস্পতিবার (৩ জুলাই) জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে নিজের সর্বশেষ প্রতিবেদন উপস্থাপনকালে তিনি এ আহ্বান জানান। আলবানিজ বলেন, ইসরায়েলের অর্থনীতি এখন 'গণহত্যার অর্থনীতি'-তে পরিণত হয়েছে এবং এই অর্থনীতিকে টিকিয়ে রাখতে আন্তর্জাতিক করপোরেট প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত ভয়াবহ।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি দখলদারির নেপথ্যে অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি, নজরদারি প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান, ভারী যন্ত্রপাতি নির্মাতা ও আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলো অবৈধভাবে সহায়তা করছে। এসব প্রতিষ্ঠান সরাসরি কিংবা পরোক্ষভাবে ইসরায়েলের দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনে লাভবান হচ্ছে। আলবানিজ বলেন, ‘যখন বিশ্ব রাজনীতিকরা গাজায় রক্তপাত বন্ধে ব্যর্থ হন, তখন করপোরেট প্রতিষ্ঠানগুলো সেই ধ্বংসযজ্ঞ থেকেই মুনাফা তুলছে।’
তিনি আরও বলেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর মাত্র ২১ মাসে তেল আবিবের শেয়ার বাজারে ২০০ শতাংশ মূল্যবৃদ্ধি হয়েছে এবং এতে যুক্ত হয়েছে ২২ হাজার কোটি ডলারের বেশি সম্পদ। এদিকে ফিলিস্তিনিরা দারিদ্র্য, ক্ষুধা ও বাস্তুচ্যুতির মধ্যে জীবনযাপন করছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ২২ মাসে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন প্রায় ৫৭ হাজার ফিলিস্তিনি, যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে।
আলবানিজের প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারি শুধু সামরিক নয়, অর্থনৈতিক কাঠামোর মাধ্যমেও চালু রয়েছে। এই দখলদারির ভিত্তি হলো বৃহৎ করপোরেট শক্তিগুলোর সক্রিয় অংশগ্রহণ, যারা বিভিন্ন উপায়ে ফিলিস্তিনিদের উচ্ছেদে সহায়তা করছে।
তিনি বলেন, ‘একটি জাতি যখন ধ্বংস হচ্ছে, আরেকটি সেই ধ্বংস থেকে মুনাফা তুলছে—এটি মানবতা ও সভ্যতার জন্য লজ্জার।’ তাই তিনি আন্তর্জাতিক সহায়তা বন্ধ এবং ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘ ও সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান।