বরিশালের হিজলায় মেঘনা নদী সংলগ্ন এলাকায় বড় ধরনের অভিযান চালিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। অভিযানকালে ৫৩টি ড্রেজার, ৩৬টি বাল্কহেড, বিপুল পরিমাণ নগদ অর্থ, মাদকদ্রব্য ও একটি চাঁদাবাজি কাজে ব্যবহৃত স্পিডবোটসহ ছয়জনকে আটক করা হয়েছে।
রোববার (১১ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সকাল থেকে রোববার মধ্যরাত পর্যন্ত দক্ষিণ জোনের স্টেশন ইলিশা, কালীগঞ্জ ও হিজলা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
সাওরারচড় সংলগ্ন মেঘনা নদীতে চিহ্নিত দুষ্কৃতকারীরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। আটককৃতদের কাছ থেকে এক কোটি ১২ লাখ ৯৮ হাজার টাকা, ২০ গ্রাম গাঁজা এবং একটি স্পিডবোট উদ্ধার করা হয়।
কোস্টগার্ড জানায়, এসব ব্যক্তি দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে চাঁদাবাজি, অবৈধ বালু উত্তোলন এবং জলদস্যুতার সঙ্গে জড়িত। অভিযানের সময় তাদের হাতে নগদ টাকা এবং নৌযান ছিল, যা থেকে স্পষ্ট তারা বড় একটি সংঘবদ্ধ চক্রের অংশ।
মিডিয়া কর্মকর্তা বলেন, “এই অভিযান আমাদের নিয়মিত তৎপরতারই অংশ। উপকূলীয় অঞ্চল এবং নদীপথে আইনের শাসন নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা তৎপর। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, এই অভিযানকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এসব অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন।