লক্ষ্মীপুরের রায়পুরে আটরশি ওরশের গরুর প্যান্ডেল করতে না দেয়ায় সাইফুদ্দিন নয়ন নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যেই মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা কাজী জামশেদ কবির বাকী বিল্লাহর বিরুদ্ধে। তিনি রায়পুর পৌর আওয়ামী লীগের সভাপতি।
রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে ওই ব্যবসায়ীকে মারধরের একটি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে শুক্রবার বিকেলে পৌরসভার ৮নং ওয়ার্ডের সিএনজি স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। রাতে আহত সাইফুদ্দিন রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
ফেসবুকে ছড়িয়ে পড়া সিসিটিভির ভিডিওতে দেখা যায়, শুক্রবার বিকেল ৫টা ৫৯ মিনিটে রায়পুর পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামশেদ কবির বাকি বিল্লাহ তার লোকজন নিয়ে ওই ব্যবসায়ী সাইফুদ্দিন নয়নকে তার বাড়ির সামনে তাকে মারধর করে বাসার ভিতরে নিয়ে যায়। এর কিছুক্ষন পর বাকী বিল্লাহ বাসা থেকে তার লোকজন নিয়ে বের হয়ে যায়। এ ঘটনায় ওই ব্যবসায়ী বাদী হয়ে শুক্রবার রাতে রায়পুর থানায় কাজী জামশেদ কবির বাকী বিল্লাহসহ চারজনকে আসামি করে একটি অভিযোগ দিয়েছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, জমি সংক্রান্ত বিরোধের কারণে দুই-পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। তবে সাইফুদ্দিন নয়ন চারজনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।