ইংলিশ ভার্সন স্কুল ‘উপজেলা পরিষদ স্কুল, গোপালপুর’-এর ২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। ৩০ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত স্কুল ক্যাম্পাসে এই ফলাফল প্রকাশ, মার্কশিট বিতরণ এবং পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্কুলের অধ্যক্ষ মো. ফজলুল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও স্কুলের সহসভাপতি মো. নাজমুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. মফিজুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মো. রোকনুজ্জামান এবং প্রেসক্লাব গোপালপুরের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী সিনিয়র শিক্ষক মো. শামসুল আলম এবং স্কুলের প্রশাসনিক কর্মকর্তা কে এম মিঠু। অনুষ্ঠানে স্কুলের শিক্ষকমণ্ডলী, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত থেকে ফলাফল ঘোষণার আনন্দ উদযাপন করেন।
অনুষ্ঠানে প্লে গ্রুপ থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা স্কুলটির শিক্ষার মান, ছাত্রছাত্রীদের অগ্রগতি এবং অভিভাবকদের ভূমিকার প্রশংসা করেন।
উল্লেখ্য, ২০২২ সালে গোপালপুরের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিকের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই ইংলিশ ভার্সন স্কুলটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এটি গোপালপুরের শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।