বিপিএল শেষ তাসকিনের

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার ৭ই ফেব্রুয়ারি ২০২২ ০২:৫৫ অপরাহ্ন
বিপিএল শেষ তাসকিনের

সিলেট সানরাইজার্সের হয়ে তাসকিন আহমেদ খেলছেন বিপিএলের অষ্টম আসরে। এবারের আসরে তাসকিনের দলের অবস্থাও বেশ বাজে। দলগত পারফর্ম তলানিতে। তবে তাসকিন নিজেকে প্রমানের চেষ্টা করে গেছেন নিয়মিত। চলতি আসরে তাসকিন ৫ ম্যাচে নেন ৫ উইকেট।


সিলেট ৬টি ম্যাচ খেললেও সবশেষ ম্যাচে অনুপস্থিত ছিলেন তাসকিন। ব্যাকপেইন থাকার কারণে ওই ম্যাচে খেলা হয়নি এই বাঁহাতি পেসারের। ধারণা করা হচ্ছিল, আসরে আর ম্যাচ খেলতে পারবেন না তাসকিন।


শেষ পর্যন্ত সেটিই হলো। সিলেট সানরাইজার্সের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, পিঠের চোটের কারণে চলতি আসরে আর কোনো ম্যাচ খেলতে পারছেন না তাসকিন আহমেদ। তার বদলে দলে জায়গা হয়েছে আরেক পেসার একেএস স্বাধীনের। এই ডানহাতি পেসার খেলেছেন ৩টি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচ।