করোনায় কমছে বিপিএলের ভেন্যু

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার ২৯শে জানুয়ারী ২০২২ ০৭:৪৭ অপরাহ্ন
করোনায় কমছে বিপিএলের ভেন্যু

করোনার প্রকোপ বাড়ায় এবারের বিপিএল ফুটবল চারটি স্টেডিয়ামে সীমাবদ্ধ থাকবে।ভেন্যুগুলো হলো- টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম, মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়াম, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস কমপ্লেক্স। ৩১ জানুয়ারি ক্লাবগুলোর ভেন্যু ও টুর্নামেন্টের ফিক্সচার চূড়ান্ত হবে।


এর আগে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বলেছিলেন, ‘যাতায়াত ও আবাসনের সুবিধার জন্য মাঠের সংখ্যা কমতে যাচ্ছে। তিনি বলেছিলেন, ‘কুমিল্লা আর সিলেটের মাঠে ক্রিকেট পিচ আছে। সেখানে ফুটবল আয়োজনে সমস্যা হতে পারে। তাই এই দুই ভেন্যু বাদ দেওয়া হবে। করোনা বাড়ছে। ভেন্যুও কমিয়ে নিয়ে আসা হবে।’


সালাম মুর্শেদী জানান, ‘করোনা বাড়বে সামনে। তাই আগে আগে বিপিএল শুরু করতে চাচ্ছি। প্লেয়ারদের এখন কাজ নাই।’


এদিকে, বাফুফে ৩ ফেব্রুয়ারি বিপিএল শুরু করায় অনেক ক্লাব ফুটবলারদের ছুটি দিয়ে দিয়েছিল। হঠাৎ তারিখে পরিবর্তন আসলে পরিকল্পনায় ব্যঘাত ঘটতে পারে। তাই এতে আপত্তি জানিয়েছিল অনেক ক্লাব।