বিপিএল চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে টানা টস জিতলেন ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে তিনি ব্যাটিং বেছে নিয়েছেন। গতকালও খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন সাকিব। জমজমাট ম্যাচটি শেষ পর্যন্ত ৬ রানে জিতে যায় সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।
আজ ফরচুন বরিশালের একাদশে এসেছে একটি পরিবর্তন। জিয়াউর রহমানের বদলে সুযোগ পেয়েছেন ওপেনার মুনিম শাহরিয়ার। অন্যদিকে নানা সমস্যায় আক্রান্ত চট্টগ্রাম চ্যালেঞ্জার্স গত ম্যাচে হারার পর আজ একাদশে তিনটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন সাব্বির রহমান, কেনার লুইস ও রেজাউর রহমান রাজা। তাদের বদলে সুযোগ পেয়েছেন আকবর আলি, শামীম হোসেন পাটোয়ারি ও চ্যাডউইক ওয়ালটন।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ : কেনার লুইস, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ, নাঈম ইসলাম (অধিনায়ক), উইল জ্যাকস, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, রেজাউর রহমান রাজা ও নাসুম আহমেদ।
ফরচুন বরিশাল একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), ক্রিস গেইল, মুনিম শাহরিয়ার, ডোয়াইন ব্রাভো, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, মুজিব উর রহমান, মেহেদী হাসান রানা, শফিকুল ইসলাম।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।