প্লে-অফ নিশ্চিতের লড়াইয়ে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৬৫ রানের বড় ব্যবধানে হেরে গেছে মুশফিকের খুলনা টাইগার্স।
বিপিএল ঢাকা পর্বে শুক্রবার (১১ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে ১৮৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ঝড় তোলেন খুলনার ক্যারিবীয় ব্যাটার আন্দ্রে ফ্লেচার। চলতি বিপিএলে দেশি তরুণদের মধ্যে বল হাতে লাইমলাইটে আসা নাহিদুলের করা ওভারটিতে দুই ছক্কা ও দুই ডাবলে তুলে নেন ১৬ রান। তবে ছন্দটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা।
আসরের সর্বোচ্চ উইকেটশিকারি মুস্তাফিজের করা ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম দুই বলেই দুই উইকেট হারায় খুলনা। প্রথম শিকার রনি তালুকদার। দ্বিতীয় শিকার ভয়ঙ্কর হয়ে উঠার ইঙ্গিত দেওয়া ফ্লেচার। এর মধ্য দিয়ে চলতি বিপিএলে মুস্তাফিজের উইকেট সংখ্যা দাঁড়াল ১৭ তে।
দলের বিপর্যয়ে হাল ধরতে পারেননি দলপতি মুশফিকুর রহিমও। আবু হায়দারের বলে নারিনের হাতে ক্যাচ দিয়ে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তিনি। এছাড়া সৌম্য ও ইয়াসির আলিরা শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেননি। কুমিল্লার বড় টার্গেট তাড়া করতে নেমে খুলনা থেমে গেছে মাত্র রানে।
ব্যাট হাতে তাণ্ডবের পর বল হাতেও ছড়ি ঘোরালেন মঈন আলী। চার ওভার বল করে ২০ রান দিয়ে তুলে নিয়েছেন মূল্যবান দুই উইকেট। এছাড়া যথারীতি মুস্তাফিজ শোতো ছিলই।
এদিকে, এ জয়ের মধ্য দিয়ে আবারও সাকিবের ফরচুন বরিশালকে টপকে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেছে ইমরুল কায়েসরা। এ পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৬ জয় ও দুই হারে দুই দলের পয়েন্ট ১৩। তবে রানরেটে বরিশালের চেয়ে এগিয়ে কুমিল্লা।
অন্যদিকে, আজকে জিতলেই প্লে-অফ নিশ্চিত হতো খুলনার। কিন্তু এ হারে এখনো আশা পুরোপুরি বাদ হয়ে যায়নি। কারণ, চট্টগ্রাম নিজেদের শেষ ম্যাচে লড়বে সিলেটের বিপক্ষেৎম্যাচটিতে চট্টগ্রাম জিতলেও খুলনার সম্ভাবনা থাকবে।কারণ, রানরেটে চট্টলার দলটির চেয়ে এগিয়ে তারা। তবে রান রেট বড় ফ্যাক্টর হবে সব দলের জন্য।
এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে ঝড় তুলেছিলেন লিটন দাস। শেষদিকে খুলনার বোলারদের ছক্কা বন্যায় ভাসান ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। তার বিধ্বংসী ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৮৮ রান সংগ্রহ করে কুমিল্লা।
বিপিএল খেলতে এসে আজকের আগে খেলা তিন ম্যাচে নিজের নামের প্রতি তেমন সুবিচার করতে পারেননি ইংলিশ এ অলরাউন্ডার। তবে ঢাকার শেষ পর্বে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) এসে সব আক্ষেপ ঘোচালেন মঈন। খুলনা টাইগার্সের বোলারদের তুলোধুনো করে মাত্র ৩৫ বলে ৭৫ রানের অনবদ্য ইনিংস খেলেছেন। যেখানে ছক্কার মারই ছিল ৯টি। এক ওভারে সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছেন ৩টি। সেটিও ইনিংসের ১৩তম ওভারে সৌম্যর বলে। ৭৫ রানের ইনিংসে ছয় থেকেই করেছেন ৫৪ রান।
এর আগে মাত্র ২৩ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২৫তম ফিফটি তুলে নেন অলরাউন্ডার এ ব্যাটার। মঈনের ছক্কায় চাপা পড়ে গেছে ইনিংসের শুরুর দিকে লিটন দাসের ১৭ বলে ৪১ রানের দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনীর ইনিংস।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।