ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি টেবিলের শীর্ষ দুই দল ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে সাকিবের ফরচুন বরিশালকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
আসরজুড়ে দুর্দান্ত কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৮ ম্যাচে শিকার করেছেন ১৭ উইকেট। বল হাতে নাস্তানাবুদ করেছেন প্রতিপক্ষের ব্যাটারদের। এবার মিশন ফাইনাল।
আইপিএলে দল পেয়ে মিরপুরে রোববার নির্ভার অনুশীলন করেছেন মুস্তাফিজ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে এদিন লম্বা সময় নেটে বোলিং করেছেন। সতীর্থদের শুভ কামনা নিয়েছেন। আইপিএলের চিন্তা রেখে আপাতত তাকে নজর দিতে হবে বিপিএলের অষ্টম আসরের শিরোপার দিকে।
তবে অন্যদিকে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে দল না পেয়ে সাকিব আল হাসান ছিলেন কিছুটা বিমর্ষ। এদিন দলের সাথে অনুশীলনে শুধু ফুটবল খেলেই একা মাঠ ছেড়েছেন। বিমর্ষ হবেনই না বা কেন?
চলতি বিপিএলে দুর্দান্ত পারফরমার সাকিব। ৯ ম্যাচে ব্যাট হাতে তিন ফিফটিতে করেছেন ২৭৬ রান। বল হাতে শিকার ১৫ উইকেট। টানা পাঁচ বার ম্যাচসেরা হয়ে গড়েছেন রেকর্ড। তবে সব আক্ষেপ ছেড়ে সাকিবের মন ফরচুন বরিশালকে শিরোপা এনে দেওয়া।
ফরচুন বরিশাল একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), ক্রিস গেইল, মুনিম শাহরিয়ার, নাজমুল হাসান শান্ত, নুরুল হাসান, তৌহিদ হৃদয়, ডোয়াইন ব্রাভো, জিয়াউর রহমান, মুজিব উর রহমান, মেহেদী হাসান রানা এবং শফিকুল ইসলাম।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ
ইমরুল কায়েস (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, লিটন দাস, ফ্যাফ ডু প্লেসি, মঈন আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, সুনীল নারিন, নাহিদুল ইসলাম, তানভীর ইসলাম ও শহিদুল ইসলাম।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।