বাংলাদেশ ও সফরকারী পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট শুক্রবার। চট্টগ্রামে অনুষ্ঠেয় এই ম্যাচে সিনিয়র ক্রিকেটারদের পাচ্ছে না টাইগাররা। তাইতো বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এ নিয়ে অধিনায়ক মুমিনুল হকের কণ্ঠে অসহায়ত্ব ও হতাশা দেখা গেলো।
চোটের কারণে দলে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, দেশসেরা ওপেনার তামিম ইকবাল ও সাম্প্রতিক সময়ে তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের সেরা পেস বোলার তাসকিন আহমেদ। অবসর নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদও। দলে অভিজ্ঞ বলতে কেবল অধিনায়ক মুমিনুল হক ও মুশফিকুর রহিম।
মুমিনুল বলেন, ‘দলে সিনিয়র না থাকাটা অধিনায়কের জন্য একটা চ্যালেঞ্জ। ওয়ানডে ও টি-টোয়েন্টির চিত্র আলাদা। কিন্তু টেস্টে সবসময় সিনিয়রদের প্রয়োজন হয়। তাই একটু চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে।’তরুণ অধিনায়ক হিসেবে অবশ্যই এটা হতাশাজনক জানিয়ে তিনি বলেন, ‘কিন্তু এটা নিয়ে পড়ে থাকলে চলবে না, জুনিয়রদের দায়িত্ব নিতে হবে। নিজেকে প্রমাণে এটা তাদের জন্য নতুন সুযোগ।’
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।