আট দল নিয়ে নিউজিল্যান্ডে বসছে নারী ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসর। শুক্রবার (৪ মার্চ) থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। যেখানে বাংলাদেশের মেয়েদের প্রথম ম্যাচ শনিবার (৫ মার্চ)।
গ্রুপ পর্বে সাতটি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে ভোর ৪টায়। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতি বাহিনী। ডানেডিনে অনুষ্ঠিত হবে এ ম্যাচটি। টাইগ্রেসদের পরের ম্যাচ ৭ মার্চ, যেখানে প্রতিপক্ষ স্বাগতিক নিউজিল্যান্ড। একই ভেন্যুতে একই সময়ে মাঠে গড়াবে এ ম্যাচটিও।
প্রথম দুই ম্যাচ শেষে রুমানাদের প্রায় এক সপ্তাহের বিরতি। ১৪ মার্চ হ্যামিল্টনে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। বাংলাদেশ বহর এরপর চলে যাবে মাউন্ট মঙ্গানুয়ে। সেখানে ১৮ মার্চ ওয়েস্ট ইন্ডিজকে মোকাবিলা করবে জ্যোতিরা।
পরের ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ পার্শ্ববর্তী দেশ ভারত, এ ম্যাচটি মাঠে গড়াবে ২২ মার্চ। পরের দুটিতে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। অজিদের বিপক্ষে ম্যাচটি ২৫ মার্চ ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ২৭ মার্চ।
গ্রুপ পর্ব শেষে সেরা চারটি দল পা রাখবে সেমিফাইনালে। দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ ও ৩১ মার্চ। টুর্নামেন্টের ফাইনাল ৩ এপ্রিল।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।