স্বামীর কিডনি বিক্রির টাকা নিয়ে প্রেমিকসহ উধাও স্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার ৩রা ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩২ অপরাহ্ন
স্বামীর কিডনি বিক্রির টাকা নিয়ে প্রেমিকসহ উধাও স্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার সাঁকরাইলে এক ব্যক্তি স্ত্রীর প্ররোচনায় নিজের কিডনি বিক্রি করলেও শেষ পর্যন্ত সেই টাকায় স্ত্রী অন্য একজনের সঙ্গে পালিয়ে গেছেন। স্ত্রীর দাবি ছিল, মেয়ের ভবিষ্যৎ সুনিশ্চিত করতেই এই অর্থ দরকার। স্বামীকে বোঝানো হয়েছিল, কিডনি বিক্রির টাকা দিয়ে তাদের আর্থিক অবস্থার উন্নতি হবে এবং মেয়ের পড়াশোনার খরচ জোগানো যাবে।  


স্ত্রীর কথায় বিশ্বাস করে স্বামী তিন মাস আগে ১০ লাখ রুপির বিনিময়ে একটি কিডনি বিক্রি করেন। কিন্তু পরে জানতে পারেন, তার স্ত্রী ফেসবুকে পরিচিত এক পেইন্টারের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন এবং সেই কিডনি বিক্রির টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন।  


এই ঘটনা জানার পর ওই ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেন এবং স্ত্রীর সন্ধানে বের হন। তার পরিবারের সদস্যরাও স্ত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাদের ফিরিয়ে দেওয়া হয়। স্ত্রীর পক্ষ থেকে জানানো হয়, তিনি স্বামীকে ডিভোর্স দেবেন এবং তার পরিবারের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবেন না।  


ভুক্তভোগী স্বামীর অভিযোগ, স্ত্রীর চাপেই তিনি কিডনি বিক্রি করতে বাধ্য হন। কিন্তু সেই অর্থ ব্যবহার না করে তিনি প্রতারণার শিকার হয়েছেন। এই দম্পতির ১০ বছরের একটি কন্যাসন্তান রয়েছে, যার ভবিষ্যৎ নিয়ে এখন তিনি দুশ্চিন্তায় পড়েছেন।  


এ ঘটনায় স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে। মানব অঙ্গ বেচাকেনা ভারতে ১৯৯৪ সাল থেকে বেআইনি হলেও বিভিন্ন উপায়ে এটি এখনো ঘটে চলেছে। বিশেষ করে আর্থিক সংকটের কারণে অনেকেই এমন ঝুঁকি নিয়ে থাকেন।  


পুলিশ জানিয়েছে, অভিযুক্ত স্ত্রী ও তার প্রেমিকের খোঁজ চলছে। পাশাপাশি কিডনি কেনাবেচার সঙ্গে কোনো চক্র জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।  


এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিবেশীরা বলছেন, স্ত্রীর এমন প্রতারণার বিষয়টি কল্পনাও করতে পারেননি তারা। স্বামী ও তার পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন স্থানীয়রা।  


ভুক্তভোগী ব্যক্তি এখন আইনি সহায়তা নিচ্ছেন এবং স্ত্রীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।