তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ সোমবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। গতকাল রবিবার প্রথম ধাপের আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্ব শেষ হওয়ার পরই তুরাগ নদীর তীরে মুসল্লিরা আসতে শুরু করেন। ইজতেমার দ্বিতীয় ধাপে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিরা ইতোমধ্যে ময়দানে অবস্থান নিচ্ছেন।
তাবলিগ জামাতের শুরায়ী নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন, দ্বিতীয় ধাপের জন্য ইজতেমার মাঠ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এবারের ধাপে যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ ও বান্দরবনসহ ২২টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন।
প্রথম ধাপের ইজতেমা শেষে স্বেচ্ছাসেবকরা ও গাজীপুর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা মাঠ পরিষ্কারের কাজ সম্পন্ন করেছেন। রবিবার মাগরিবের আগেই পুরো এলাকা প্রস্তুত করা হয়। দ্বিতীয় ধাপের মুসল্লিরা নির্ধারিত ৪০টি খিত্তায় অবস্থান নিচ্ছেন।
ইজতেমার মাঠে ইতোমধ্যে ৭৬টি দেশ থেকে প্রায় তিন হাজার ৫০ জন বিদেশি নাগরিক অবস্থান করছেন। তারা দ্বিতীয় ধাপের ইজতেমা শেষে ৫ ফেব্রুয়ারি নিজ দেশে ফিরবেন। বিদেশি মুসল্লিদের জন্য বিশেষ তাবু (ফরেন টেন্ট) স্থাপন করা হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরির (জিডি) ব্যবস্থা রাখা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠের চারপাশে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে এবং ময়দানে প্রবেশের প্রতিটি গেটে চেকপোস্ট বসানো হয়েছে।
ইজতেমা উপলক্ষে গাজীপুরসহ আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। রাস্তায় অতিরিক্ত যানজট এড়াতে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে ট্রাফিক বিভাগ। এছাড়া, মুসল্লিদের সুবিধার্থে ট্রেন ও বাস চলাচলে বিশেষ ব্যবস্থার ঘোষণা দেওয়া হয়েছে।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ আগামী ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। তাবলিগ জামাতের সাথীরা মোনাজাতের মাধ্যমে আল্লাহর রহমত ও বরকতের প্রার্থনা করবেন এবং বিশ্বের শান্তি কামনা করবেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।