জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান বলেছেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত বিপ্লবের গণহত্যার বিচার না হলে শহীদদের সঙ্গে বেঈমানি করা হবে। তিনি বলেন, শহীদদের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলার, সম্মান ও মর্যাদার সঙ্গে চলার সুযোগ পেয়েছি। সেই শহীদদের প্রতি আমাদের ঋণ শোধ করতে হবে, এবং তাদের রক্তের মর্যাদা রক্ষার্থে বিচার অবশ্যই হতে হবে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জামায়াত নেতা শফিকুর রহমান বলেন, গণহত্যার বিচার না হলে দেশে ন্যায়বিচারের প্রতিষ্ঠা অসম্ভব হবে। তিনি আরও বলেন, "অপরাধের বিচার করতে হবে, তারপর অন্য সব কাজ হবে।"
সম্মেলনে উপস্থিত জামায়াত আমীর শফিকুর রহমান বাংলাদেশের স্বাধীনতার পর থেকে নানা রাজনৈতিক পরিবর্তনের কথা উল্লেখ করে বলেন, স্বাধীনতা অর্জনের পরও দেশ জনগণের সত্যিকার স্বাধীনতা পায়নি। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময় দেশ অধিকাংশ সময় ফ্যাসিবাদী আচরণে ভুগেছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, দেশ স্বাধীন হলেও জনগণ কখনো প্রকৃত স্বাধীনতা পায়নি এবং এই সত্য যেন সবার কাছে স্পষ্ট হয়।
শফিকুর রহমান আরও বলেন, "বিডিআর হত্যাকাণ্ডসহ নানা অপকর্মে অভিযুক্ত শেখ হাসিনার বিচার সময়ের দাবি।" তিনি বলেন, "অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের আগে এসব অপরাধের বিচার শেষ করা জরুরি।"
দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এএইচএম হামিদুর রহমান আজাদ তার বক্তব্যে জামায়াত ইসলামীর ধর্মীয় ভেদাভেদহীন অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, জামায়াত ইসলামি কখনো ধনী-গরিবের মধ্যে ভেদাভেদ করেনি এবং সব ধরনের মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, দেশ স্বাধীন হলেও আওয়ামী লীগ কখনো জনগণের ভাগ্য পরিবর্তন করেনি।
এছাড়া, ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ধর্মের ট্রাস্টি পরিমল কান্তি সম্মেলনে বক্তব্য রেখে বলেন, "আমরা সকলেই বাংলাদেশি, আমাদের মধ্যে কোনো ধর্মীয় ভেদাভেদ নেই।" তিনি শফিকুর রহমানের সঙ্গে একমত হয়ে বলেন, ধর্মের ভিত্তিতে কোনো বিভেদ রাখা উচিত নয়, আমরা সবাই এক জাতি এবং এক দেশের নাগরিক।
সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যরা। তারা জামায়াতের আদর্শ এবং ন্যায়বিচারের প্রতিষ্ঠার জন্য সমানভাবে কাজ করার প্রতি গুরুত্ব দেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।