বসিলায় পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের বেপরোয়া হামলা

নিজস্ব প্রতিবেদক
উত্তম গোলদার
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৬ই ফেব্রুয়ারি ২০২৫ ০৮:১১ অপরাহ্ন
বসিলায় পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের বেপরোয়া হামলা

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় বসিলার বোর্টঘাট এলাকায় পুলিশের একটি দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়ের করা মামলার আসামিদের ধরতে গেলে হামলার শিকার হয়। হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন মোহাম্মদপুর থানার এসআই আফজালুল হক, জসীমউদ্দীন, খোরশেদ আলম ও এএসআই সোহেল রানা।  


জানা গেছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে নারী-পুরুষ মিলে পুলিশ সদস্যদের ঘেরাও করে এবং পরে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে চার পুলিশ সদস্য গুরুতর আহত হন এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।  


ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ১৯ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে। ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  


দেশে অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলেও অন্তর্বর্তী সরকার তা স্বাভাবিক করতে কাজ করছে। কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং রাজধানীর ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।  


স্থানীয় বাসিন্দারা জানান, বসিলা এলাকায় দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। তারা মাদক, ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধে জড়িত। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযানের পরও তারা বারবার সংঘবদ্ধ হয়ে অপরাধমূলক কার্যক্রম চালাচ্ছে।  


পুলিশ বলছে, কিশোর অপরাধ দমনে সম্প্রতি আরও কঠোর অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা এসব অপরাধের সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।  


অপরাধ বিশেষজ্ঞদের মতে, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে শুধু পুলিশি অভিযান যথেষ্ট নয়, পরিবার ও সমাজকেও এ ব্যাপারে সচেতন হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে এসে কিশোর অপরাধীদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, যাতে তারা অপরাধের পথ থেকে সরে আসতে পারে।