ঢাকার রাস্তায় গোলাপি রঙের বাস চালু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: মঙ্গলবার ৪ঠা ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩১ অপরাহ্ন
ঢাকার রাস্তায় গোলাপি রঙের বাস চালু বৃহস্পতিবার

রাজধানীতে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবার চালু হচ্ছে গোলাপি রঙের বাস, যা টিকিট কাউন্টার ভিত্তিতে চলবে। আগামী বৃহস্পতিবার থেকে গাজীপুরের আব্দুল্লাহপুর হয়ে ঢাকার বিভিন্ন রুটে চালু হতে যাচ্ছে প্রায় দুই হাজার ৬১০টি বাস, যা ২১টি কোম্পানির অধীনে পরিচালিত হবে। এই বাসগুলো নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কেটে ভ্রমণ করতে হবে এবং নির্ধারিত স্টপেজ ছাড়া থামানো যাবে না।  


মঙ্গলবার রাজধানীর পরীবাগে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম এই তথ্য জানান। তিনি বলেন, গত ১৬ বছর ধরে ঢাকায় বাস-মিনিবাস চুক্তিভিত্তিতে যাত্রী পরিবহন করে আসছে, যা রুটে অসম প্রতিযোগিতা, যানজট ও দুর্ঘটনার অন্যতম কারণ। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সিদ্ধান্ত হয় ট্রিপভিত্তিক চুক্তির পরিবর্তে পাক্ষিক বা মাসিক ভিত্তিতে চালকদের চুক্তিবদ্ধ করা হবে।  


এই উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আব্দুল্লাহপুর থেকে টিকিট কাউন্টার ভিত্তিক বাস চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রাথমিকভাবে গাজীপুর থেকে ঢাকার বিভিন্ন রুটে চালু হলেও ধীরে ধীরে মিরপুর, গাবতলী ও মোহাম্মদপুরসহ অন্যান্য রুটেও এই ব্যবস্থা কার্যকর করা হবে।  


ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন বলেন, নতুন এই ব্যবস্থার ফলে যাত্রীদের জন্য বাসযাত্রা আরও সহজ ও নিরাপদ হবে। যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে এবং নির্ধারিত স্টপেজ ছাড়া কোথাও বাস থামানো হবে না। পরিবহন চালক ও কর্মীদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে।  


এই উদ্যোগ যানজট কমানোর পাশাপাশি যাত্রী সেবার মান উন্নত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে ঢাকার রাস্তায় যত্রতত্র বাস থামানো ও প্রতিযোগিতা করে যাত্রী তোলার প্রবণতা ট্রাফিক ব্যবস্থার বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নতুন এই নিয়মের ফলে সে সমস্যা অনেকটাই দূর হবে বলে আশা করা হচ্ছে।  


সরকারের এই উদ্যোগের ফলে ঢাকায় গণপরিবহনে শৃঙ্খলা আসবে বলে মনে করছেন পরিবহন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এটি সফল হলে ঢাকার যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এবং যাত্রীরা ভোগান্তি ছাড়াই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন।  


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিবহন মালিক সমিতির কোষাধ্যক্ষ এ এস এম আহম্মেদ খোকন, দপ্তর সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদসহ অন্যান্য কর্মকর্তারা।