সিআরআই-এর ৩৫ কোটি টাকার এফডিআর জব্দ করলো দুদক

নিজস্ব প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি - দুর্নীতি দমন কমিশন
প্রকাশিত: মঙ্গলবার ৪ঠা ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৪৫ অপরাহ্ন
সিআরআই-এর ৩৫ কোটি টাকার এফডিআর জব্দ করলো দুদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) নামে আইএফআইসি ব্যাংকে থাকা ৩৫ কোটি ২১ লাখ টাকার একটি ফিক্সড ডিপোজিট রিসিপ্ট (এফডিআর) জব্দ করেছে। মঙ্গলবার দুদক সিআরআই-এর বিরুদ্ধে অভিযান চালিয়ে এই অর্থের সন্ধান পায়।  


অভিযানের সময় সিআরআই-এর অফিস বন্ধ পাওয়া যায়। তবে আর্থিক অনিয়মের তথ্য সংগ্রহ করতে দুদক দল বিভিন্ন ব্যাংকের নথি সংগ্রহ করেছে। অভিযানের নেতৃত্বে থাকা দুদকের মহাপরিচালক আখতার হোসেন জানান, সিআরআই-এর পরিচালনা পর্ষদ রাজনৈতিক উদ্দেশ্যে রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহার করেছে এমন অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে।  


দুদক জানায়, এই অভিযানে আইএফআইসি ব্যাংক ছাড়াও ডাচ-বাংলা ব্যাংক ও সোনালী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের নথি সংগ্রহ করা হয়েছে। এখন এসব নথি পর্যালোচনা করে বিস্তারিত তদন্ত করা হবে।  


সিআরআই দীর্ঘদিন ধরে সরকারি দল আওয়ামী লীগের গবেষণা ও প্রচারণার কাজ করে আসছে। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়, ভাইস-চেয়ারম্যান সায়মা ওয়াজেদ পুতুল এবং ট্রাস্টিদের মধ্যে রয়েছেন রাদওয়ান মুজিব সিদ্দিক ও নসরুল হামিদ।  


সিআরআই-এর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রতিষ্ঠানটির আর্থিক লেনদেন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।  


দুদক বলছে, তদন্ত শেষে এই অর্থ কীভাবে ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে অন্য কোনো অনিয়ম জড়িত কিনা তা নিশ্চিত হওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।  


এর আগে বিভিন্ন সময় বিভিন্ন সংস্থার আর্থিক লেনদেনের ওপর নজরদারি চালিয়েছে দুদক। তবে সিআরআই-এর মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে এত বড় অঙ্কের অর্থ জব্দের ঘটনা বিরল। তদন্তের অগ্রগতি সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে বলে দুদক সূত্রে জানা গেছে।