ওয়াশিংটনে উইমেনস ফেলোশিপ নেত্রীর সঙ্গে জাইমার বৈঠক

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার ৮ই ফেব্রুয়ারি ২০২৫ ০৭:২৩ অপরাহ্ন
ওয়াশিংটনে উইমেনস ফেলোশিপ নেত্রীর সঙ্গে জাইমার বৈঠক

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে উইমেনস ফেলোশিপ ফাউন্ডেশনের নেত্রী রেবেকা ওয়াগনারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।


বাংলাদেশ সময় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই বৈঠকে রেবেকা ওয়াগনারসহ সংগঠনটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধি নিয়ে আলোচনা হয়। বিএনপির মিডিয়া সেল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।


বৈঠকে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। এছাড়া, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।


এর আগে, ব্যারিস্টার জাইমা রহমান যুক্তরাষ্ট্রের কংগ্রেসের আমন্ত্রণে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যোগ দেন। গত ৫ ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন।


বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হলেও দলটির প্রতিনিধি হিসেবে জাইমা রহমান সেখানে উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, বিএনপি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের কূটনৈতিক তৎপরতা বাড়ানোর চেষ্টা করছে। জাইমা রহমানের এই বৈঠক এবং ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যোগদানকে দলটির কূটনৈতিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।