রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর মিনি স্টেডিয়ামে শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে ভয়েজ অফ খানখানাপুর এর আয়োজনে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক এ্যাড. মো. আসলাম মিয়া।
খানখানাপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি আহসান হাবীব শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন গাজী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খানখানাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. পাভেল মোল্লা, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়া, গোয়ালন্দ উপজেলা বিএনপি'র সভাপতি মো. নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মোশারফ আহম্মেদ, সদর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম চৌধুরী, গোয়ালন্দ পৌর বিএনপি'র সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারন সম্পাদক মজিবর রহমান মজি, রাজবাড়ী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক উদয়ন ইসলাম, বসন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রাকিবুল হাসান বাদশা, পাঁচুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান আনিস, আলীপুর ইউনিয়ন বিএনপির হাফিজুর রহমান মাসুদ সহ আয়োজন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
ফাইনাল খেলায় কালীচরণপুর হাসেম স্মৃতি সংঘ প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৮ ওভার খেলে ৫ উইকেটের বিনিময়ে ২১৭ রান করতে সক্ষম হয়। জবাবে মহসিন সুপারস্টার ক্লাব একাদশ ব্যাট করতে নেমে ১৭.৩ ওভার ব্যাটিং করে সব কয়েকটি উইকেট হারিয়ে ১৭৭ রান করতে সক্ষম হয়। ফলে কালীচরণপুর হাসেম স্মৃতি সংঘ ৪০ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ভালো খেলা প্রদর্শন করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন নিলয় সজল, সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার পান শাহীন, সবচেয়ে বেশি উইকেট পেয়ে পুরস্কার পান মো. আরাফাত।
প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার হিসাবে মোটরসাইকেল তুলে দেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।