গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি , গাজীপুর
প্রকাশিত: শনিবার ৮ই ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৮ পূর্বাহ্ন
গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

শুক্রবার রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন কয়েকজন শিক্ষার্থী। এ ঘটনার প্রতিবাদে আজ শনিবার গাজীপুরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।  


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, বেলা ১১টায় রাজবাড়ি মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে যেখানে সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। তারা এই হামলাকে গণতান্ত্রিক আন্দোলনের ওপর আঘাত বলে উল্লেখ করেছেন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।  


সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, আওয়ামী লীগ নেতাদের মদদপুষ্ট হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হবে। তাদের দাবি, হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তারা দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন।  


জাতীয় নাগরিক কমিটি সকাল সাড়ে ১০টায় ডিসি অফিস চত্বরে পৃথক বিক্ষোভের ঘোষণা দিয়েছে। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, গাজীপুরের ঘটনার জন্য দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। তারা সাধারণ জনগণকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।  


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষদিন, আমরা আসছি।’ তার এই পোস্টের পর আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।  


শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে। শিক্ষার্থীরা দাবি করেছেন, আ ক ম মোজাম্মেল হকের বাড়ির সামনে ভাঙচুরের সময় তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন।  


আহতদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন শুভ শাহরিয়া, ইয়াকুব, সৌরভ, কাশেম ও হাসান। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।  


এ ঘটনার পর গাজীপুরের পরিস্থিতি থমথমে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।