এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওভার স্পিডিং, ২১ ফেব্রুয়ারি থেকে মামলা

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: শনিবার ৮ই ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৩ অপরাহ্ন
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওভার স্পিডিং, ২১ ফেব্রুয়ারি থেকে মামলা

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওভার স্পিডিং বন্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে পুলিশ। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে গতি সীমা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে। শনিবার কুড়িলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেন্ট্রাল কন্ট্রোল বিল্ডিংয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে অপারেশন ও মেইনটেনেন্স কোম্পানি লিমিটেডের যান চলাচল, সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান। তিনি জানান, সম্প্রতি এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতির কারণে একাধিক দুর্ঘটনা ঘটেছে। যানবাহনের গতি নিয়ন্ত্রণে না আনলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে। তাই নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে চললে চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  


বর্তমানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতিসীমা ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। তবে অনেক চালক এ নিয়ম মানছেন না, যার ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ২১ ফেব্রুয়ারি থেকে স্পিড ক্যামেরার মাধ্যমে গতি নির্ধারণ করা হবে এবং ওভার স্পিডিং ধরা পড়লেই স্বয়ংক্রিয়ভাবে মামলা রেকর্ড হবে।  


এর আগে এক্সপ্রেসওয়ের উদ্বোধনের পর যানবাহন চলাচলের ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেওয়া হলেও অনেক চালক তা উপেক্ষা করেছেন। বিশেষ করে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চালকেরা অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছেন। এক্সপ্রেসওয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, আইন লঙ্ঘন রোধে নিয়মিত নজরদারি বাড়ানো হয়েছে এবং ট্রাফিক পুলিশের সহায়তায় বিশেষ মনিটরিং দল গঠন করা হয়েছে।  


সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথমবার ধরা পড়লে জরিমানা করা হবে, বারবার একই অপরাধ করলে লাইসেন্স স্থগিতের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। বিশেষ করে মোটরসাইকেলের জন্য আলাদা নজরদারি থাকবে, কারণ এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চালানো নিষিদ্ধ থাকলেও অনেক চালক এই নিয়ম ভঙ্গ করছেন।  


এছাড়া এক্সপ্রেসওয়েতে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য বিশেষ প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বিভিন্ন স্থানে আরও ক্যামেরা বসানো হবে এবং ট্রাফিক পুলিশ নিয়মিত টহল দেবে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে প্রতিটি গাড়িকে নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।  


পুলিশ ও এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, সবার জন্যই আইন প্রযোজ্য হবে এবং কোনো যানবাহন যদি ওভার স্পিডিংয়ের কারণে দুর্ঘটনার শিকার হয়, তাহলে দায়ভার সম্পূর্ণ চালককেই নিতে হবে। নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ চলাচলের জন্য নির্ধারিত গতিসীমা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।  


নতুন নিয়ম কার্যকর হলে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল আরও নিয়ন্ত্রিত হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। আইন না মানলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে কর্তৃপক্ষ।