নোয়াখালীতে গণপিটুনিতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
গিয়াস উদ্দিন রনি- জেলা প্রতিনিধি , নোয়াখালী
প্রকাশিত: শনিবার ৮ই ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৪৫ অপরাহ্ন
নোয়াখালীতে গণপিটুনিতে যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:: নোয়াখালীর কবিরহাট উপজেলায় চোর সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ছবির পাইক গ্রামের ধুমচর-ছবির পাইক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। নিহতের নাম জহির উদ্দিন বেচু (৪০)। তিনি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।  


স্থানীয়রা জানান, রাতে প্রথমে একটি মসজিদের তালা ভাঙার চেষ্টা করেন বেচু। বিষয়টি মসজিদের ইমামের নজরে এলে তিনি আশপাশের লোকজনকে ফোন করে জানান। এরপর চোর সন্দেহে লোকজন বেরিয়ে এসে দেখতে পান, বেচু পাশের একটি দোকানের দরজা খুলতে চেষ্টা করছেন। তখন স্থানীয়রা তাকে ধাওয়া দিলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু পড়ে গিয়ে আহত হন। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়।  


স্থানীয়দের ভাষ্যমতে, বেচু বড় ধরনের কোনো চুরির সঙ্গে জড়িত ছিলেন না। তিনি ছোটখাট চুরি করতেন এবং তার কিছুটা মানসিক সমস্যাও ছিল বলে এলাকাবাসী জানায়। তবে দীর্ঘদিন ধরে এলাকায় চুরির ঘটনা ঘটায় লোকজন ক্ষিপ্ত ছিল।  


খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।  


কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া জানান, চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে এক যুবক মারা গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  


এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ একে অনাকাঙ্ক্ষিত ঘটনা বলছেন, আবার কেউ বলছেন, এটি এলাকায় ক্রমাগত চুরির ঘটনার প্রতিক্রিয়া। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়।  


এদিকে, গণপিটুনির ঘটনায় পুলিশ দোষীদের শনাক্তের চেষ্টা করছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।