রাজবাড়ীর গোয়ালন্দে ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট (মাধ্যমিক) বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফা বেগম এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত দাস, উজানচর ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. লিয়াকত হাসান লিপু মন্ডল সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষিকা, অভিভাবকবৃন্দ প্রমুখ।
এসময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। প্রতিমাসে শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা জন্য শিক্ষকদের অনুরোধ করেন তারা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।