রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ইসলামি মহাসম্মেলনকে ঘিরে সৃষ্ট জনদুর্ভোগের জন্য ওলামা মাশায়েখ বাংলাদেশ দুঃখ প্রকাশ করেছে। এ উপলক্ষে মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ওবায়দুল্লাহ ফারুক এক বিবৃতিতে ঢাকাবাসী এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।
বুধবার (৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মাওলানা ফারুক বলেন, "ওলামা মাশায়েখ বাংলাদেশের উদ্যোগে গতকাল অনুষ্ঠিত ইসলামি মহাসম্মেলনকে ঘিরে সারা দেশ থেকে যেভাবে আলেম-ওলামা, দাওয়াত ও তাবলিগের সাথী এবং তৌহিদী জনতা একত্রিত হয়েছিলেন, তাতে সম্মেলনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।"
তিনি আরও বলেন, "এ ধরনের একটি বড় আয়োজনের কারণে ঢাকা শহরে কিছুটা জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, যা আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পরিশ্রম এবং ঢাকাবাসীর সহযোগিতায় আমরা আমাদের অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে সক্ষম হয়েছি।"
মাওলানা ফারুক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ঢাকাবাসী ও মিডিয়ার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, "মিডিয়া যারা মহাসম্মেলনের সংবাদ ইতিবাচকভাবে প্রচার করেছে, তাদের সহযোগিতা আমাদের জন্য অমূল্য।"
শেষে তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে বলেন, "এ ধরনের একটি সফল সম্মেলন আয়োজিত হতে পেরে আমরা আনন্দিত এবং আল্লাহর অসীম দয়া ও রহমতের জন্য তার কাছে কৃতজ্ঞ।"
সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ইসলামি মহাসম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চলের হাজার হাজার মুসলিম জনতা অংশগ্রহণ করে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।