প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮
কোনো ট্যাগ পাওয়া যায়নি
বিশ্ব সুন্নী আন্দোলনের উদ্যোগে ঢাকা মহানগরের গুলশান দরবারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যেখানে সৌদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা দিবস ২৩ সেপ্টেম্বরকে আঁধার দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এই সমাবেশে অংশগ্রহণ করেন আল্লামা ইমাম হায়াত ও মহাসচিব আল্লামা শেখ রায়হান রাহবার। আল্লামা ইমাম হায়াত বলেন, মুমিনদের ঈমান ও দ্বীন বিনাশী কার্যকলাপের প্রতীক হিসেবে এই দিনটি সকল ঈমানদার ও মানবতা ও গণতন্ত্রের পক্ষধারী মানুষের জন্য আঁধার দিবস হিসেবে চিহ্নিত করা উচিত।
তিনি আরও বলেন, একক ধর্মের নামে অধর্ম ও সাম্প্রদায়িক রাষ্ট্র, বস্তুবাদি গোত্রবাদি চেতনা এবং একক গোষ্ঠীবাদী স্বৈরশাসিত রাষ্ট্র মানবতা ধ্বংস ও দ্বীনের নীতি বিপর্যস্ত করার মূল হাতিয়ার। এই ধরণের রাষ্ট্র ও চেতনা মানুষের স্বাধীনতা ও মানবাধিকারকে হরণ করে। আল্লামা ইমাম হায়াত সমাবেশে জোর দিয়ে বলেন, সত্যের মুক্ত প্রবাহ এবং মানবতার স্বাধীনতার একমাত্র পথ হলো আল্লাহ তাআলার প্রেরিত মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রদত্ত সর্বজনীন মানবাধিকারের ভিত্তিতে রাষ্ট্র ও সমাজ গঠন করা।
তিনি বলেন, ইনসানিয়াত বিপ্লবের লক্ষ্য হলো সকল মানুষের নিরাপত্তা, অধিকার এবং মালিকানার ভিত্তিতে একটি মানবিক ও সমানাধিকারভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আল্লামা হায়াত বলেন, সমস্ত নাস্তিক্যভিত্তিক, বস্তুবাদি ও গোষ্ঠীবাদী চেতনা বর্জন করে মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্র গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ হতে হবে।
সমাবেশে আল্লামা ইমাম হায়াত আন্তর্জাতিক মানবাধিকারের প্রতি গুরুত্ব আরোপ করে বলেন, সকল গোষ্ঠীবাদী রাষ্ট্রব্যবস্থা ও অপরাজনীতির পরিবর্তনের মাধ্যমে মানবতার কল্যাণ নিশ্চিত করা সম্ভব। তিনি বলেন, সত্য, ন্যায় এবং মানবিক আদর্শের ভিত্তিতে রাষ্ট্র ও সমাজ পরিচালনা করলে মানবতার উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
আল্লামা শেখ রায়হান রাহবার সমাবেশে সভাপতিত্বকালে বলেন, মানবতার মুক্তি ও মানবিক সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ব সুন্নী আন্দোলন ও ইনসানিয়াত বিপ্লবের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি সকল অংশগ্রহণকারীদের আহ্বান জানান, মিথ্যার উৎস ও বস্তুবাদি চেতনা প্রত্যাখ্যান করে মানবিক আদর্শ ও ন্যায়বিচারের প্রতিষ্ঠার জন্য সক্রিয় ভূমিকা রাখতে।
সমাবেশে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সৌদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা দিবসকে আন্তর্জাতিক মানবাধিকারের চোখে একটি আঁধার দিবস হিসেবে প্রতিনিয়ত তুলে ধরা হবে এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম চালানো হবে।
আল্লামা ইমাম হায়াতের আহ্বান, ইনসানিয়াত বিপ্লবের মধ্য দিয়ে মানবাধিকার, ন্যায়বিচার এবং সত্যের প্রতিষ্ঠার লক্ষ্যে সকল ঈমানদার ও মানবতাপ্রেমী মানুষের ঐক্য ও সহযোগিতা নিশ্চিত করতে হবে।