বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ সংকট, আদানি গ্রুপের পাওনা পরিশোধের প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ৫ই নভেম্বর ২০২৪ ১১:৩৮ পূর্বাহ্ন
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ সংকট, আদানি গ্রুপের পাওনা পরিশোধের প্রক্রিয়া শুরু

বাংলাদেশ সরকার বিদ্যুৎ রফতানির বকেয়া পরিশোধের জন্য আদানি গ্রুপের সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ইতোমধ্যে ১৭ কোটি ডলার পরিমাণ ঋণপত্র (এলসি) আদানি গ্রুপের কাছে ইস্যু করেছে এবং বকেয়া পাওনা পরিশোধের জন্য সরকার পদক্ষেপ নিচ্ছে।


বিবিসির প্রতিবেদনে বলা হয়, সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ আগামী দিনে পর্যায়ক্রমে আদানির বকেয়া ৮০ কোটি ডলার পরিশোধ করবে এবং সংকটের দ্রুত সমাধান হবে বলে আশা করছেন তারা। এদিকে, আদানি গ্রুপ ৭ নভেম্বরের মধ্যে পাওনা পরিশোধ না হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল, যদিও তাদের সঙ্গে যোগাযোগের পর এই বিষয়ে কোনো মন্তব্য করেনি আদানি গ্রুপ।


বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার বিষয়টি যখন ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে, তখন আদানি গ্রুপ তাদের অবস্থান কিছুটা নরম করেছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, ৮৫০ মিলিয়ন ডলারের বকেয়া পরিশোধের জন্য তারা ৭ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয়নি, বরং বাংলাদেশকে পাওনার বিষয়ে সমাধান খুঁজতে পূর্ণ সহযোগিতা করছে। 


এর আগে, ৩১ অক্টোবর পর্যন্ত নির্ধারিত সময়ে বকেয়া পরিশোধ না হওয়ায় আদানি পাওয়ার তাদের বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেয়। ভারতের ঝাড়খন্ডের গোড্ডা প্ল্যান্ট থেকে উৎপাদিত ১,৪৯৬ মেগাওয়াট বিদ্যুতের মধ্যে মাত্র ৭২৪ মেগাওয়াট বাংলাদেশে সরবরাহ করা হয়। এই সংকটের ফলে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনেও ঘাটতি দেখা দিয়েছে।


এদিকে, বাংলাদেশের বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ডলার সংকটের কারণে সময়মতো অর্থ পরিশোধ করতে কিছু সমস্যা হচ্ছে, তবে তারা আশা করছেন এই সমস্যার দ্রুত সমাধান হবে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে।