প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৬:২৪
কোনো ট্যাগ পাওয়া যায়নি
দিনাজপুরের বিরামপুরে ঘুরতে বেরিয়ে প্রাণ হারিয়েছে মোঃ হাসান আলী নামের এক এসএসসি পরীক্ষার্থী। রোববার বেলা ১১টার দিকে বিরামপুর দোয়েল মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হাসান তার বন্ধু নাঈম হোসেনের সঙ্গে মোটরসাইকেলে করে শহরে ঘুরতে বেরিয়েছিল।
দুজনই মোটরসাইকেলে করে বিরামপুর শহর প্রদক্ষিণ করছিল। ওই সময় গোবিন্দগঞ্জ থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ তাদের গাড়িকে ধাক্কা দিলে হাসান রাস্তায় ছিটকে পড়ে যান। এসময় পিকআপের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। হাসান দিনাজপুরের বিরামপুর পৌরশহরের থানাপাড়া এলাকার বাসিন্দা এবং আমানুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
হাসানের সঙ্গে থাকা বন্ধু নাঈম হোসেন এই দুর্ঘটনায় আহত হয়েছে। সে একই এলাকার নিয়ামত হক ভোলার ছেলে। নাঈমকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাহাজুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই হাসানের মৃত্যু হয়েছিল। তার মাথা, বুক ও কোমরে প্রচণ্ড আঘাতের কারণে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করা হবে এবং পিকআপটিকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাসানের মৃত্যুর খবর এলাকাজুড়ে শোকের ছায়া ফেলেছে। সদা হাস্যোজ্জ্বল এবং ভদ্র স্বভাবের এই কিশোরের মৃত্যুতে তার সহপাঠী, শিক্ষক এবং প্রতিবেশীরা শোকাহত। এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল হাসানের, যা আর সম্ভব হলো না।