প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৮:২৩
চার দিনের সরকারি সফরে কাতার যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মূলত দোহায় অনুষ্ঠিতব্য আর্থনা সম্মেলনে যোগ দেওয়া সফরের মূল লক্ষ্য হলেও এর বাইরেও রয়েছে কাতারের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে দ্বিপক্ষীয় আলোচনা। সফরের মূল আলোচ্য বিষয়ে রয়েছে এলএনজির নিরবচ্ছিন্ন আমদানি, নতুন শ্রমবাজারে প্রবেশ এবং কিছু রোহিঙ্গাকে কাতারে পুনর্বাসনের প্রস্তাব।