দেশে একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন চায় বিএনপি—এমন আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের অধীনে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। শনিবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা হায়দরাবাদ সামসুল হক কলেজ মাঠে আন্দিকোট ইউনিয়ন বিএনপির আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।
বক্তব্যের শুরুতেই তিনি বলেন, মুরাদনগরে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা এই চেষ্টায় লিপ্ত আছেন, তারা নির্বাচনের পরে কোথায় গা ঢাকা দেবেন তা এখন থেকেই ভেবে রাখা উচিত।
কায়কোবাদ আরও বলেন, আওয়ামী লীগের সময় শেষ হয়ে এসেছে। জনগণ এখন পরিবর্তন চায়। নির্বাচনের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করতে হবে, যাতে সাধারণ মানুষ স্বাধীনভাবে তাদের প্রতিনিধি বেছে নিতে পারে। নতুন যারা রাজনীতিতে এসেছেন, তাদের উদ্দেশ্যে বলেন—আপনারা যদি সত্যিই জনগণের জন্য কাজ করতে চান, তাহলে রাজনীতিতে ভদ্রতা ও সৌজন্য বজায় রাখুন।
ছাত্র রাজনীতির বিষয়ে তিনি বলেন, প্রকৃত ছাত্র কখনো উচ্ছৃঙ্খল হয় না। এখন যারা নিজেদের ছাত্র পরিচয় দিয়ে বিশৃঙ্খলা করছে, তারা আসলে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য মাঠে নামছে। ছাত্র রাজনীতি যেন শিক্ষার পরিবেশ নষ্ট না করে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি জানান, নির্বাচন করলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরও বক্তব্য দেওয়ার সুযোগ তিনি দেবেন। এতে রাজনৈতিক সহনশীলতার বার্তা যাবে সাধারণ মানুষের মাঝে। একই সঙ্গে তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন এবং বলেন, সবাই মিলে সংগঠনকে শক্তিশালী করতে হবে।
সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন। এ সময় আরও বক্তব্য দেন কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভুঁইয়া।
জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। দুপুর থেকেই হাজারো নারী-পুরুষ ব্যানার-ফেস্টুন নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। চারপাশে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো জনসভা প্রাঙ্গণ।