প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৮:১২
রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে ল্যাক্রোয়া সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। এ সময় চলমান মিয়ানমার সংকট ও সীমান্তে গুলিবিনিময় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ড. ইউনূস। তিনি বলেন, সীমান্তে গোলাগুলি, নাফ নদীর আশপাশে সাধারণ মানুষের জীবন-জীবিকায় বিঘ্ন এবং রোহিঙ্গা সংকট দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে।