প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪৫
বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের অনুষ্ঠানে খাবারে মাংসের পরিমাণ কম দেওয়া নিয়ে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কনেপক্ষের ছয়জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামে বরের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন কাহালুর জামগ্রামের সুলতানা খাতুন (৩০), আবু হোসাইন (২৬), সুমন মিয়া (২৫), মানতাসা খাতুন (২৪), শাহজাহান আলী (৪৫) ও এলিনা খাতুন (৪২)। আহতদের মধ্যে সুলতানা ও আবু হোসাইনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় কনের মামা সোহাগ হোসেন বাদী হয়ে বরপক্ষের চারজনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ধুনটের ঈশ্বরঘাট গ্রামের জামাল উদ্দিনের সঙ্গে বুধবার বগুড়ার কাহালু উপজেলার জামগ্রামের এক তরুণীর বিয়ে সম্পন্ন হয়। ওই দিন বিয়ের অনুষ্ঠানে ৬০ জন বরযাত্রীর জন্য খাবারের ব্যবস্থা করা হলেও বরযাত্রী সংখ্যা ছিল শতাধিক। এতে খাবারের মধ্যে মাংস কম হওয়ায় বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।
এরপর বৃহস্পতিবার বরের বাড়িতে বউভাত ও বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কনেপক্ষকে সেখানে আমন্ত্রণ জানানো হয়। দুপুরে খাবার পরিবেশনের সময় কনেপক্ষ অভিযোগ তোলে যে তাদের পাতে পর্যাপ্ত মাংস দেওয়া হয়নি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে পুনরায় কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাতাহাতির ঘটনা ঘটে। বরপক্ষের লোকজন কনেপক্ষের ছয়জনকে মারধর করে আহত করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, “বিয়ের প্রীতিভোজে খাবার নিয়ে সংঘর্ষের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”