https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সিরাজগঞ্জে অধ্যক্ষ ও স্ত্রীর পদত্যাগ দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০:৫৩

শেয়ার করুনঃ
সিরাজগঞ্জে অধ্যক্ষ ও স্ত্রীর পদত্যাগ দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘোনা কুচিয়ামারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আঃ খালেক ও তার স্ত্রী জৈষ্ঠ্য প্রভাষক আজমিরা খাতুনের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিকেল ১২টার দিকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা অধ্যক্ষ ও তার স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন। শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ আঃ খালেক ও তার স্ত্রী কলেজের সমন্বয়ক ছাত্রদের উপর হামলা, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বানিজ্যে জড়িত। তারা দাবি করেন, এই অস্থির পরিস্থিতির কারণে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং কলেজের সামগ্রিক পরিবেশ নষ্ট হচ্ছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কলেজের মূল গেট থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং অধ্যক্ষ ও তার স্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেন। তারা বলেন, “অধ্যক্ষ ও তার স্ত্রীর দুর্নীতি বন্ধ হোক, আমাদের দাবি পূরণ হোক।”

সংবাদ সম্মেলনে আন্দোলনের সমন্বয়করা অভিযোগ করেন, অধ্যক্ষ ও তার স্ত্রীর কর্মকাণ্ডের ফলে কলেজে শিক্ষার মান হ্রাস পাচ্ছে এবং দুর্নীতি দিন দিন বাড়ছে। তারা কলেজের সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য পদত্যাগের দাবি জানান।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

শিক্ষার্থীরা এও জানান, ইতোমধ্যে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন জানিয়ে কোনো ফলাফল পাননি। তাদের অভিযোগ, কর্তৃপক্ষ এই বিষয়ে কোন কার্যকর পদক্ষেপ নেয়নি।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা জানান, আগামী দিনে তারা তাদের আন্দোলন আরো জোরালো করবেন এবং প্রয়োজনে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবেন। তারা আশা প্রকাশ করেন যে, তাদের দাবির যথাযথ সমাধান আসবে এবং কলেজে শিক্ষার পরিবেশ উন্নত হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

নওগাঁয় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৪

নওগাঁয় নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৪

নওগাঁয় সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে চার আসামি আটক। মান্দা উপজেলার ছোটবেলালদহ গ্রামের রফিকুল ইসলাম সোহাগ, বড়পই গ্রামের আশরাফুল ইসলাম সুইট, বিজয়পুর প্রিন্সিপালের মোড় এলাকার আসাদুজ্জামান মুন্না এবং বিজয়পুর মধ্যপাড়া গ্রামের নাসির উদ্দিনকে এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী পিকআপ চালক হিসেবে কাজ করেন। তারা একটি ভাড়া বাসায় থাকতেন। ঈদের সময় তাদের কন্যাকে

ঈদের নামাজ শেষে জয়বাংলা স্লোগান, আ.লীগ-বিএনপি সংঘর্ষ, গুলিবদ্ধ

ঈদের নামাজ শেষে জয়বাংলা স্লোগান, আ.লীগ-বিএনপি সংঘর্ষ, গুলিবদ্ধ

নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ মার্চ) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে, যা মুহূর্তেই এলাকাটি উত্তপ্ত করে তোলে। সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন, যার মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে ঈদের নামাজ

বরিশালে ঈদের নামাজে দীর্ঘদিন পর এক কাতারে বিএনপি-জামায়াত, শান্তির বার্তা

বরিশালে ঈদের নামাজে দীর্ঘদিন পর এক কাতারে বিএনপি-জামায়াত, শান্তির বার্তা

পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত বরিশাল নগরীর বান্দরোড হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজ সকাল ৮টায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ঈদুল ফিতরের শুভক্ষণে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি একত্রিত হয়ে ঈদের প্রধান জামাতে অংশ নেন। এছাড়া নগরীর আমতলা মোড়ে বরিশাল ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদে ঈদের দ্বিতীয় প্রধান জামাতও একই সময়ে অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে

ঈদে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নওগাঁয় যুবক নিহত

ঈদে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নওগাঁয় যুবক নিহত

নওগাঁর সাপাহারে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শাহিন আলম (১৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।  সোমবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কালাইবাড়ী-দিঘিরহাট আঞ্চলিক সড়কের মিরাপাড়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।  নিহত শাহিন আলম (১৭) পোরশা উপজেলার পশ্চিম হরিপুর গ্রামের মোহাম্মদ ইব্রাহিমের ছেলে।  আহতরা হলেন, সাপাহার উপজেলার আলাদীপুর গ্রামের তাহিরের ছেলে আহসান আলী(১৭)

প্রেমে ব্যর্থ হয়ে ঈদের সকালে যুবকের আত্মহত্যা

প্রেমে ব্যর্থ হয়ে ঈদের সকালে যুবকের আত্মহত্যা

ঝালকাঠির রাজাপুরে প্রেমে ব্যর্থ হয়ে মো. ওসমান খলিফা (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আজ সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের সকালে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত ওসমান ওই এলাকার বিল্লাল হোসেন খলিফার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ওসমান খলিফার সঙ্গে গালুয়া দুর্গাপুর