দিনাজপুরের হাকিমপুর হিলিতে স্মৃতিচারণ ও আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ, সুরা ফাতেহা পাঠসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ২৫ মার্চ ভয়াল কাল রাত্রি গণহত্যা দিবস পালিত হয়েছে।
শনিবার (২৫ মার্চ) সকাল এগারোটায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের মিলনায়তনে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম এর সভাপতিত্বে স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোকলেদা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মেজবাউর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সায়েম মিয়া, বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হারুন উর রশিদ, একাডেমি সুপারভাইজার (শিক্ষা) সাখাওয়াত হোসেন, প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী, সাংবাদিক আনোয়ার হোসেন বুলু, গোলাম রব্বানী, হালিম আল রাজিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
আলোচনা সভায় বিশেষ অতিথি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সায়েম মিয়া ২৫ মার্চ ভয়াল কাল রাত্রির স্মৃতিচারণ করতে গিয়ে তিনি ১৯৭১ সালের ভয়াল রাতে বাংলাদেশের রাজারবাগ পুলিশ লাইনের মর্মান্তিক ঘটনা বাংলাদেশের মুক্তিযুদ্ধে পুলিশের অংশ গ্রহণ ও ভূমিকা তুলে ধরেন। মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী ৭৫১ জন পুলিশের নাম তালিকায় পাওয়া গেছে। সেই ভয়াল কালরাত্রিতে পাকিস্তানি বাহিনীর লড়াই করার খোবে রাগে অনেক পুলিশ সদস্যর লাশ বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হয়েছে এবং তাদের লাশ পাওয়া যায়নি বলে জানান তিনি। এছাড়াও আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাবীর সাথে একাত্ম ঘোষণা করে ২৫ মার্চ গণহত্যা দিবসকে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতির দাবি জাবান।
পরে দিবসটি উপলক্ষে বিকেলে হিলি সম্মুখ সমরে ২৫ মার্চ শহীদদের স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও সুরা ফাতেহা পাঠ এবং উপজেলার খট্রামাধবপাড়া গ্রামে গণকবরে শহীদদের রুহের মাগফেরাত কামনায় সুরা ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।