প্রকাশ: ৪ জুলাই ২০২৫, ১৭:৫৪
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা মালসাপাড়া পৌর কবরস্থান মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়। মসজিদের খতিব মুফতি হাফেজ মাওলানা জুবায়ের হোসেন দোয়া পরিচালনা করেন। এ সময় মসজিদের ভেতর ও আশপাশে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি দেখা যায়।
জুম্মার নামাজের খুৎবার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ খান হাসান শহীদদের স্মরণ করে বলেন, যারা বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমে জীবন উৎসর্গ করেছেন, তারা জাতির বিবেক। তিনি সকল মুসল্লিদের প্রতি শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করার আহ্বান জানান।
এই দোয়া মাহফিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ও সমন্বয়কারীরাও উপস্থিত ছিলেন। আন্দোলনের অন্যতম সংগঠক সজিব সরকার, ইয়াসির আরাফাত ইশান, সেজান সরদার, টি এম মুশফিক সাদ, সাদমান জাহিন ও জাহিদ হাসান শাওন মসজিদে এসে শহীদদের প্রতি সম্মান জানিয়ে অংশ নেন। তারা বলেন, এই শহীদদের রক্তের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়, তবে তাদের আদর্শ ও সংগ্রামের পথ অনুসরণ করাই হতে পারে প্রকৃত শ্রদ্ধা।
দোয়া অনুষ্ঠানে এলাকার সাধারণ মুসল্লিদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেন। অনেকেই চোখের জলে শহীদদের স্মরণ করেন এবং বলেন, এই দোয়া যেন তাদের আত্মাকে শান্তি দেয় এবং আহতরা দ্রুত সুস্থ হয়ে আন্দোলনে আবার সক্রিয় ভূমিকা রাখতে পারেন।
স্থানীয়দের মতে, এই দোয়া মাহফিল শুধু ধর্মীয় নয়, একটি মানবিক ও নৈতিক চেতনার প্রকাশ, যেখানে ধর্ম, রাজনীতি ও সমাজ একত্রে সম্মিলিতভাবে একটি সৎ উদ্দেশ্যে অংশ নিচ্ছে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও শহীদদের স্মরণে নিয়মিত দোয়া ও দান-খয়রাতের আয়োজন করা হবে। এতে করে নতুন প্রজন্মও আন্দোলনের সঠিক ইতিহাস জানতে পারবে এবং সাম্য ও ন্যায়বিচারের পক্ষে ঐক্যবদ্ধ থাকবে।
এই দোয়া মাহফিল বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামরত তরুণদের মনোবল আরও দৃঢ় করেছে বলে অনেকেই মত প্রকাশ করেন। মোনাজাতে সমগ্র জাতির কল্যাণ ও শান্তির জন্যও দোয়া করা হয়।