প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ১৪:১৮
চাহিদার তুলনায় বেশি পরিমাণে ভারতীয় পেঁয়াজ আমদানি হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে ক্রেতা সংকট দেখা দিয়েছে। সেই সাথে বাজারে কমছে পেঁয়াজের দাম। এঅবস্থায় গত দু’দিনে আমদানি করা পেঁয়াজ বিক্রি না হওয়ায় বিপাকে পড়েছে এখানকার ব্যবসায়ীরা। সেই সাথে লোকসানের আশঙ্কা করছেন তারা। ক্রেতা না থাকায় বন্দর থেকে খালাস করে নিজস্ব গুদামে নিয়ে পেঁয়াজ নামাচ্ছেন।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম ও রাশেদ হোসেন বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে ভারত থেকে আমদানির অনুমতি দেয় সরকার। আর পেঁয়াজ আমদানির অনুমতি আইপির মেয়াদ চলতি মাসেই শেষ হওয়ার কারণে বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বাড়িয়েছেন আমদানিকারকরা। কিন্তু পেঁয়াজের আমদানি বাড়িয়েই বিপাকে পড়েছেন তারা। কারণ লকডাউনে দেশের বিভিন্ন স্থানে হোটেল-রেস্টুরেন্টগুলো আগের মতো খুলতে পাড়ছে না।
এরপরে বিভিন্ন হাটে বাজারে ও জনসমাগম অনেকটা কমে গেছে কঠোর লকডাউনের কারণে। এছাড়াও রমজানের শুরুতেই দাম বৃদ্ধির ভয়ে অনেকেই বাড়তি পেঁয়াজ কিনে ফেলেছেন। যারফলে দেশের বিভিন্ন মোকামগুলোতে আগে যে পরিমাণে পেঁয়াজের চাহিদা ছিল, সেটি বর্তমানে অনেক আংশে কমে গেছে। এই জন্য বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বাড়লেও বিক্রি কমে গেছে।
তারা আরও বলেন, যেখানে বাজারে পেঁয়াজের দাম ছিল ২৫-২৬ টাকা ছিল, তা কমে এসেছে ১৬-১৮ টাকায় নেমে এসেছে। গত সোমবার এই বন্দর দিয়ে আমাদের ১৪টি ট্রাকে ৩৯১টন পেঁয়াজ আমদানি হলেও সেদিন মাত্র ৭ ট্রাক পেঁয়াজ বিক্রি হয় অবশিষ্ট ৭ ট্রাক পেঁয়াজ বন্দরের ভেতরে আটকা ছিল।
এরপর গতকাল মঙ্গলবার আবারও বন্দর দিয়ে ৯টি ট্রাকে ২২১টন পেঁয়াজ আমদানি হয়। বন্দরে আগের ৭টি ট্রাকসহ মোএ ১৬ ট্রাকের মধ্যে মাত্র ২ ট্রাক পেঁয়াজ বিক্রি হয়। অবশিষ্ট পেঁয়াজ বিক্রি না হওয়ায় এবং অতিরিক্ত গরমে নষ্ট হয়ে যাওয়ার ভয়ে পেঁয়াজ খালাস করে নিজস্ব গুদামে তুলেছেন আমদানিকারকরা।
হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, বাজারে দেশীয় পেঁয়াজের দামে আগের তুলনায় অনেক কম। যার কারণে সাধারণ মানুষ ভারতীয় পেঁয়াজ বাদ দিয়ে দেশীয় পেঁয়াজ বেশি ক্রয় করছে। এরফলে বাজারে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম কমে এসেছে। অন্যদিকে পেঁয়াজ আমদানির অনুমতি আইপির মেয়াদ চলতি মাসে শেষ হওয়ায় আমদানিকারকরা বেশি বেশি পেঁয়াজ আমদানি করছেন। সবমিলিয়ে লোকসানের আশঙ্কায় আছেন এখানকার ব্যবসায়ীরা।
এদিক বন্দরের বে-সরকারি পানামা পোর্ট লিংক লিমিটেডের গনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, এই বন্দর দিয়ে, গত দুইদিনে অর্থাৎ (সোমবার, মঙ্গলবার) ভারত থেকে ২৩টি ট্রাকে করে ৬১২ টন পেঁয়াজ আমদানি হয়। এরমধ্যে ৯টি ট্রাকের পেঁয়াজ বিক্রয় হয়েছে। বাকি ১৬ টি পেঁয়াজ বোঝায় ট্রাক বন্দরে আটকা ছিলো।
#ইনিউজ৭১/জিহাদ/২০২১