আশাশুনিতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি উপজেলা প্রতিনিধি, সাতক্ষিরা
প্রকাশিত: মঙ্গলবার ২৫শে ফেব্রুয়ারি ২০২৫ ০৫:১২ অপরাহ্ন
আশাশুনিতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন পরিষদে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে ঝুঁকি হ্রাস, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।  


ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও উন্নয়নের ব্যবস্থাপনায় পরিচালিত প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধহাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক। তিনি বলেন, জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় স্থানীয় উদ্যোগের গুরুত্ব অনেক বেশি।  


সভায় বক্তব্য দেন উন্নয়নের টেকনিক্যাল কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, পরিবেশ কর্মী আহসানউল্যা হক লেলিন, গণমাধ্যম কর্মী সচ্চিদানন্দ দে সদয় এবং পুরোহিত গৌতম ব্যানার্জী। তারা জলবায়ুর পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও প্রতিকারের উপায় নিয়ে আলোচনা করেন।  


সভায় অংশগ্রহণকারীরা ইউনিয়নের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে প্রস্তুতি বাড়ানো দরকার। বিশেষ করে সাইক্লোন শেল্টারগুলোর পরিদর্শন করে ত্রুটি নির্ণয় ও মেরামত করা জরুরি।  


সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, দুর্যোগকালীন প্রস্তুতি আরও জোরদার করা হবে। গ্রাম পর্যায়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দুর্যোগকালে তাৎক্ষণিক সহায়তার জন্য স্বেচ্ছাসেবক দল গঠন করা হবে।  


বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টিপাতের ধরন বদলে যাচ্ছে, নদী ভাঙনের ঝুঁকি বাড়ছে এবং কৃষিতে নেতিবাচক প্রভাব পড়ছে। এসব সমস্যা মোকাবিলায় যথাযথ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।  


সভা পরিচালনা করেন উন্নয়নের সহকারী কর্মকর্তা মৃত্যুমঞ্জয় মণ্ডল। সভার শেষে দুর্যোগ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।