রাজধানী ঢাকা এখনও বায়ুদূষণের এক মারাত্মক অবস্থায় রয়েছে, যদিও বায়ুমানের সামান্য উন্নতি হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৮টায় ঢাকার বায়ুমান রেকর্ড করা হয়েছে ২০৫, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। বায়ুদূষণের তালিকায় দিল্লি ও লাহোরের পরই ঢাকার অবস্থান।
বিশ্বের দূষিত শহরের তালিকায় ভারতের দিল্লি আবারও শীর্ষে অবস্থান করছে। দিল্লির বায়ুমান সূচক (একিউআই) বর্তমানে ৩০০-এর উপরে, যা দুর্যোগপূর্ণ বাতাসের নির্দেশক হিসেবে ধরা হয়। এর পরই দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যেখানে বায়ুমান সূচক ২৬৬।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুমানের মানদণ্ড অনুযায়ী, ৩০০ একিউআই ছুঁলে বাতাসকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। ঢাকার বায়ুমান সূচক বর্তমানে ২০৫, যা খুব অস্বাস্থ্যকর পর্যায়ে পড়ে। এটি বিপজ্জনক মাত্রা এবং শ্বাসকষ্ট, হৃদরোগ এবং দীর্ঘমেয়াদী অসুস্থতার ঝুঁকি তৈরি করে।
ঢাকার বায়ুদূষণের মূল কারণ হচ্ছে অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫), যা প্রধানত যানবাহন, নির্মাণকাজ, শিল্প কারখানা এবং জ্বালানি ব্যবহার থেকে আসে। এই ক্ষতিকর বস্তুকণা শ্বাসতন্ত্রের রোগ, হৃদরোগ এবং ক্যানসারের মতো মারাত্মক অসুস্থতার কারণ হতে পারে।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, একিউআই ৫০-এর নিচে থাকলে তা বিশুদ্ধ বাতাস হিসেবে গণ্য হয়, ৫১-১০০ সহনীয়, ১০১-১৫০ সতর্কতা জারি করা হয় এবং ১৫১-২০০ অস্বাস্থ্যকর। ২০০-২০১ থেকে ৩০০ পর্যন্ত পরিসরে বাতাসকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয় এবং ৩০০ এর উপরে পৌঁছালে তা দুর্যোগপূর্ণ অবস্থায় পরিণত হয়। ঢাকার বায়ুমান এখনই ‘অস্বাস্থ্যকর’ হলেও, কিছুটা দূষণ বাড়লেই এটি দুর্যোগপূর্ণ হতে পারে।
এছাড়া, গাজীপুর, সিলেট, চট্টগ্রামসহ অন্যান্য শহরগুলোতেও বায়ুদূষণের মাত্রা আশঙ্কাজনক। বর্তমানে বিশ্বব্যাপী বায়ুমানের সূচক অনুযায়ী, লাহোর, আক্রা (ঘানা), করাচি এবং কাবুলসহ বেশ কিছু শহর রয়েছে যেখানে বাতাসের গুণমান আরও খারাপ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করেছে যে, ঢাকার মতো শহরের বায়ুদূষণ মানুষজনের স্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি। বিশেষজ্ঞরা সরকারের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।