কুয়াশার চাদরে ঢাকা 'ঢাকা', শীতের আমেজ ফিরে এল

নিজস্ব প্রতিবেদক
সামির আসাফ, প্রতিনিধি ( ঢাকা )
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৩শে জানুয়ারী ২০২৫ ১০:২৭ পূর্বাহ্ন
কুয়াশার চাদরে ঢাকা 'ঢাকা', শীতের আমেজ ফিরে এল

ঢাকায় শীতের আমেজ ফিরে এসেছে। গত কয়েকদিন ধরে দিনের তাপমাত্রা বেশি থাকায় শীতের অনুভূতি অনেকটাই কমে গিয়েছিল। তবে বৃহস্পতিবার সকালে কুয়াশায় ঢাকা শহরকে ঘিরে ধরায় ফের শীতের আমেজ অনুভূত হচ্ছে। 


আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে। তবে দেশের উত্তরপশ্চিমাঞ্চলের কিছু জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দুপুর পর্যন্ত থাকতে পারে। 


দক্ষিণাঞ্চলের রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে অন্যান্য অঞ্চলের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। ঢাকার বুকে কুয়াশার এই আবরণে শীতের প্রকৃতি আরও স্পষ্ট হয়ে উঠেছে। 


আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী পাঁচ দিনে রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে। ফলে শীত আরও অনুভূত হতে পারে। শীতের এই পরিবর্তন মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলছে। 


শীতের সকালের কুয়াশায় ঢাকার রাস্তাঘাট বেশ মনোরম দেখালেও যানবাহনের গতি কিছুটা ধীর হয়েছে। পথচারীদের অনেকে গায়ে চাদর কিংবা জ্যাকেট জড়িয়ে চলাচল করতে দেখা গেছে। 


এদিকে, উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে কৃষিকাজে কুয়াশা প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে বোরো চাষাবাদে তাপমাত্রার পরিবর্তন ও কুয়াশার কারণে কৃষকদের সতর্ক থাকতে বলা হয়েছে। 


শীত বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। অসহায় ও দুস্থ মানুষের মধ্যে কম্বল ও গরম কাপড় বিতরণের কার্যক্রমও চলছে। 


পরবর্তী কয়েক দিনে শীতের প্রকোপ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকার শীতপ্রেমীরা এই পরিবর্তনে বেশ আনন্দিত হলেও পরিবেশের পরিবর্তনে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।