মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আল-খলীল কুরআন শিক্ষাবোর্ডের কেন্দ্রীয় শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বরুণায় ফেদায়ে ইসলাম ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এ কর্মশালায় কুরআন শিক্ষার উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
বোর্ডের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফিজ মাওলানা মিসবাহ উদ্দিন জুবায়েরের সঞ্চালনায় কর্মশালার উদ্বোধন করেন বোর্ডের সিনিয়র সহ-সভাপতি মাওলানা কারী রশিদ আহমদ হামিদী। এতে কুরআন শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাপদ্ধতির আধুনিকায়ন নিয়ে আলোচনা করা হয়।
দিনব্যাপী কর্মশালায় বিষয়ে ভিত্তিক আলোচনা করেন বোর্ডের উপদেষ্টা ও বানিয়াচং ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান, সহ-সভাপতি মাওলানা কারী সাইফুর রহমান মাক্কী, মাওলানা কারী হিলাল আহমদ, হাফিজ মাওলানা কারী ফখরুজ্জামান ও অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
প্রশিক্ষণের দ্বিতীয় অধিবেশনে অংশগ্রহণকারী শিক্ষকদের জন্য মশকে কিরাত প্রদান করেন বোর্ডের কেন্দ্রীয় প্রশিক্ষক মাওলানা কারী আব্দুর নূর আনোয়ারী ও প্রকাশনা সম্পাদক মাওলানা কারী আনহার উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের সহ-সভাপতি মুফতি জহিরুল ইসলাম কাসেমী, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল বাছিত আরিফ, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মোসলেহ উদ্দিন চৌধুরী, সহকারী মিডিয়া সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান হুজায়ফা, কেন্দ্রীয় সদস্য মাওলানা সাজ্জাদুর রহমানসহ বোর্ডের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
কর্মশালায় শিক্ষকদের জন্য কুরআন শিক্ষা কার্যক্রমে নতুন পদ্ধতি, শ্রেণিকক্ষে শিক্ষাদান কৌশল ও শিক্ষার্থীদের মানোন্নয়নের উপায় নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা এ ধরনের প্রশিক্ষণ কর্মশালাকে সময়োপযোগী বলে অভিহিত করেন।
আল-খলীল কুরআন শিক্ষাবোর্ডের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আমীরে আঞ্জুমান মুফতি মুহাম্মদ রশিদুর রহমান ফারুক বর্ণভীর দোয়ার মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।