নবাবগঞ্জে ১৩ বছর পর জামায়াতের কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
এম সাজেদুল ইসলাম সাগর প্রতিনিধি নবাবগঞ্জ
প্রকাশিত: মঙ্গলবার ২৫শে ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৪৩ অপরাহ্ন
নবাবগঞ্জে ১৩ বছর পর জামায়াতের কার্যালয় উদ্বোধন

দিনাজপুরের নবাবগঞ্জে দীর্ঘ ১৩ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় ইসলাম পাড়ায় এ কার্যালয় উদ্বোধনের পাশাপাশি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  


উপজেলা জামায়াতের আমির অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি রেজাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান। এছাড়াও প্রধান মেহমান হিসেবে কেন্দ্রীয় মজলিসে সূরার সদস্য আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।  


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি ড. মোহাদ্দিস এনামুল হক। এছাড়া জেলা দক্ষিণ ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল কাসেম, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আ. মান্নান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাকির হোসেন, উপজেলা কর্ম পরিষদ সদস্য আব্দুর রহিমসহ আরও অনেকে অংশ নেন।  


জামায়াতের এই নতুন কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা যায়। নেতারা জানান, দীর্ঘদিন পর কার্যালয় চালুর ফলে সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে।  


অনুষ্ঠানে বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি, ইসলামী আদর্শ বাস্তবায়নের চ্যালেঞ্জ ও সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, দেশের জনগণের অধিকার রক্ষায় দল কাজ করে যাবে এবং সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠবে।  


স্থানীয়দের মধ্যে এই কার্যালয় উদ্বোধন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম বলছেন, আবার কেউ প্রশ্ন তুলেছেন জামায়াতের পুনর্গঠনের বিষয়টি নিয়ে।  


অনুষ্ঠানের শেষ পর্বে কার্যালয়ের সফলতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা সংগঠনের ঐক্য ও অগ্রগতির জন্য প্রার্থনা করেন এবং ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।