খাগড়াছড়িতে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আরিফুল ইসলাম মহিন -খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার ২৫শে ফেব্রুয়ারি ২০২৫ ০৫:০৮ অপরাহ্ন
খাগড়াছড়িতে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

খাগড়াছড়িতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা সদরের শালবন এলাকায় কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪৫ জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে এসব সহায়ক উপকরণ তুলে দেন।  


জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহায়তায় এ কর্মসূচির মাধ্যমে ৪০ জনকে হুইলচেয়ার, ২ জনকে ট্রাই-সাইকেল, ২ জনকে টয়লেট চেয়ার এবং একজনকে ওয়াকার প্রদান করা হয়। বিতরণ কার্যক্রমে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে এবং এই উদ্যোগ তারই অংশ।  


এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।  


অনুষ্ঠানে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী এবং জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. শাহজাহান।  


অনুষ্ঠান শেষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। এছাড়া জেলা সদরের কমলছড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।  


স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনেকে আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।  


সরকারের এ কর্মসূচির ফলে সুবিধাবঞ্চিতরা সরাসরি উপকৃত হবেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন। তারা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত হয়ে এগিয়ে যেতে পারবেন।  


এই উদ্যোগের মাধ্যমে খাগড়াছড়ির প্রতিবন্ধী ব্যক্তিরা চলাফেরা ও দৈনন্দিন কাজে স্বাচ্ছন্দ্য বোধ করবেন বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করেন, সরকারের এমন সহায়ক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।