ডাসারে মানবপাচার মামলার দুই আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
মোঃ আতিকুর রহমান আজাদ,উপজেলা প্রতিনিধি কালকিনি (মাদারীপুর)
প্রকাশিত: মঙ্গলবার ২৫শে ফেব্রুয়ারি ২০২৫ ০৫:১৯ অপরাহ্ন
ডাসারে মানবপাচার মামলার দুই আসামি গ্রেফতার

মাদারীপুরের ডাসার উপজেলার কমলাপুর বাজারে মানবপাচার ও প্রতিরোধ দমন আইনে দুটি মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ফরহাদ মাতুব্বর (৪৫) ও শুভ মাতুব্বর (৩৮) নামে এই দুই মানবপাচারকারীকে সোমবার রাতে গ্রেফতার করা হয়।  


ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ফরহাদ ও শুভ মাতুব্বর দীর্ঘদিন ধরে অবৈধ মানবপাচারের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের মাধ্যমে মোহাম্মদ আল-আমিন (২৫) নামে এক যুবককে ইতালি পাঠানোর কথা বলে লিবিয়া পাঠানো হয়। সেখানে গিয়ে আল-আমিনকে মাফিয়া চক্রের কাছে বিক্রি করা হয়।  


এদিকে, লিবিয়ায় পৌঁছানোর পর আল-আমিনকে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হতে হয় এবং ভয় দেখিয়ে তার পরিবার থেকে ২৮ লাখ ৮০ হাজার টাকা আদায় করা হয়। এরপর আরো টাকা চাওয়ার জন্য পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে মিনারা বেগম বাদী হয়ে ফরহাদ মাতুব্বর, শুভ মাতুব্বরসহ পাঁচ জনকে আসামি করে ডাসার থানায় মানবপাচার আইনে মামলা দায়ের করেন।  


পুলিশ এই মামলায় দ্রুত অভিযান চালিয়ে ফরহাদ মাতুব্বর ও শুভ মাতুব্বরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার হওয়ার পর তাদের আদালতে প্রেরণ করা হয়। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ তৎপরতা বাড়িয়েছে।  


ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএম বলেন, "মানবপাচারের মামলায় ফরহাদ মাতুব্বর ও শুভ মাতুব্বরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।"  


এদিকে, স্থানীয়রা জানিয়েছেন, এই ধরনের মানবপাচারের ঘটনা তাদের এলাকায় নতুন নয়, তবে পুলিশি অভিযান তাদের মধ্যে কিছুটা আশার সঞ্চার করেছে।  


পুলিশের এই সাফল্যে স্থানীয়রা সন্তুষ্ট হলেও, এ ধরনের অপরাধ বন্ধ করার জন্য আরও শক্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে তারা মনে করেন।  


এখন পর্যন্ত গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং স্থানীয় প্রশাসন আরও কড়া পদক্ষেপের প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছে।  


এ ঘটনার পর, স্থানীয় সমাজের মধ্যে মানবপাচারের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা ভাবা হচ্ছে।