কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাত্র-জনতা হত্যার বিচার ও দেশজুড়ে নারী ও শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।
মঙ্গলবার দুপুরে নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাসস্ট্যান্ড ঘুরে পুনরায় বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং পথসভা করেন।
বিক্ষোভকারীরা জানান, প্রতিদিন দেশে ধর্ষণ, নারী নির্যাতন ও হত্যার ঘটনা ঘটছে, কিন্তু অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে না। প্রচলিত আইনের সংশোধন করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি জুলাই আন্দোলনে নিহত ছাত্র-জনতার হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
পথসভায় বক্তারা বলেন, অপরাধীদের রক্ষায় যারা আইনি সহায়তা দিচ্ছেন, তাদেরও সামাজিকভাবে বয়কট করা উচিত। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগের দাবি জানানো হয়। তারা হুঁশিয়ারি দেন, বিচার না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এ সময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইয়াকুব রহমান শ্রাবন, নয়ন মিয়া নাহিদ, রাসেল আহম্মেদ, শিক্ষক শাহাদত হোসেন, শিক্ষার্থী তানজিলা আক্তার রঙ্গন, নওশী বিনতে নাসিম, জান্নাতুল ফেরদৌসি টুম্পা, আফিয়া আবিদা সামিহাসহ আরও অনেকে।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়ে গেছে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হলে এসব অপরাধ থামানো যাবে না।
বিক্ষোভকারীরা বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘৃণ্য অপরাধ করতে সাহস না পায়। একই সঙ্গে আইনজীবীদের প্রতি আহ্বান জানানো হয়, যেন তারা ধর্ষকদের পক্ষে লড়াই না করেন।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন, যদি অপরাধীদের শাস্তি নিশ্চিত না হয়, তবে আরও কঠোর কর্মসূচির মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে। ছাত্রসমাজ ন্যায়বিচারের দাবিতে রাজপথে থাকবে এবং অপরাধীদের রক্ষা করার সব প্রচেষ্টা প্রতিহত করবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।