নওগাঁয় মেনিনজাইটিস টিকার সংকট, হজযাত্রীদের দুশ্চিন্তা

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: শনিবার ২৫শে জানুয়ারী ২০২৫ ০৮:০৩ অপরাহ্ন
নওগাঁয় মেনিনজাইটিস টিকার সংকট, হজযাত্রীদের দুশ্চিন্তা

সৌদি আরব সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী, হজ বা ওমরাহ করতে সৌদি আরবে যাওয়া যাত্রীদের জন্য মেনিনজাইটিস টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু নওগাঁ জেলায় মেনিনজাইটিস টিকা পাওয়া যাচ্ছে না, যা নিয়ে সেখানকার হজযাত্রীদের মধ্যে গভীর উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। সৌদি আরবের স্বাস্থ্য বিধি অনুসারে এই টিকা ছাড়া হজ বা ওমরাহ যাত্রা সম্পন্ন করা সম্ভব নয়, ফলে যাত্রীরা এখন কঠিন সমস্যার সম্মুখীন। 


নওগাঁ জেলার হজযাত্রীরা অভিযোগ করেছেন, তারা জানেন না কোথায় এই টিকা পাওয়া যাবে। কোথায় কীভাবে টিকাটি নেওয়া সম্ভব সে ব্যাপারে কোনও স্পষ্ট নির্দেশনা নেই। জেলা স্বাস্থ্য বিভাগে মেনিনজাইটিস টিকার মজুত না থাকায়, হজযাত্রীরা এখন ব্যাপক দুশ্চিন্তায় আছেন। একদিকে টিকা না পাওয়ার কারণে তাদের আর্থিক ও মানসিক চাপ বেড়ে গেছে, অন্যদিকে বিভিন্ন হজ ও ওমরাহ এজেন্সি তাদের সঠিক পরামর্শ দিতে পারছেন না। 


নওগাঁর হজযাত্রী আব্দুর রব বলেন, "অনেক স্বপ্ন নিয়ে হজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, কিন্তু টিকার অভাবে এখন আমাদের চিন্তায় রাতের ঘুম হারাম হয়ে গেছে। আমরা জানি না কোথায় গিয়ে এই টিকা পাবো। স্বাস্থ্য বিভাগের তরফ থেকে যদি কোনো উদ্যোগ নেওয়া হতো, তাহলে আমাদের জন্য সুবিধা হতো।" তার মতে, সরকারের তরফ থেকে যদি এই বিষয়টি আগে জানানো হতো, তবে ব্যাপক প্রস্তুতি নেওয়া সম্ভব হতো। 


অপর এক হজযাত্রী রিয়াজ উদ্দিন বলেন, "যে এজেন্সির মাধ্যমে আমি হজে যাচ্ছি, তাদেরও সঠিক তথ্য নেই। তারা বলছেন, ঢাকায় কোথাও এই টিকা পাওয়া যাচ্ছে। কিন্তু ঢাকায় কোথায় গিয়ে টিকা নিতে হবে, তা নিয়ে আমাদের কোন ধারণা নেই। আমাদের জন্য এটি অত্যন্ত ভোগান্তিক এবং দুশ্চিন্তার বিষয়।" 


নওগাঁর মান্দা উপজেলার দেওয়ান হজ কাফেলার ম্যানেজার আবদুল্লাহ আল মাসুদ জানান, "ওমরাহ জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করা হয়েছে। আমরা এই খবর জানার পর যাত্রীরা আমাদের কাছে ফোন করছেন। কিন্তু আমরা সঠিকভাবে বলতে পারছি না কোথায় এই টিকা পাওয়া যাবে। শুনেছি ঢাকার কিছু হাসপাতালে এটি পাওয়া যায়, কিন্তু এখানকার যাত্রীদের জন্য এটি অত্যন্ত অসুবিধাজনক।" তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "যাত্রীদের দুর্ভোগ কমাতে সরকার যদি জেলা বা বিভাগীয় পর্যায়ে টিকা প্রদান ব্যবস্থা চালু করতো, তবে সবার জন্য সুবিধা হতো।"


নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুনির আলী আকন্দ বলেন, "আমাদের কাছে মেনিনজাইটিস টিকার কোন মজুত নেই। এটি নিতে হলে ঢাকায় যোগাযোগ করতে হবে।" তিনি আরও বলেন, "এই টিকা জেলা স্বাস্থ্য বিভাগ থেকে সরবরাহ করা হয় না। তাই যাত্রীরা বাইরের মাধ্যমে এটি সংগ্রহ করে থাকেন।" 


সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, "প্রধান হজের সময় আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে মেনিনজাইটিস টিকা দেওয়া হয়। কিন্তু ওমরাহ যাত্রীর জন্য এটি সরবরাহ করা হয় না।" তিনি জানান, "ওমরাহ যাত্রীদের জন্য মেনিনজাইটিস টিকা সরকারিভাবে সরবরাহ করা হয় না, এবং এটি বাইরের মাধ্যম থেকে সংগ্রহ করে নিতে হয়।" 


এ বিষয়ে স্থানীয় জনগণ এবং হজযাত্রীদের মধ্যে বিরক্তি সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, একদিকে টিকা না পাওয়ায় যাত্রা বাতিল করতে হচ্ছে, অন্যদিকে এই পরিস্থিতির মধ্যে তাদের বিপুল আর্থিক ক্ষতি হতে পারে। এছাড়া, সরকারিভাবে এই টিকা সরবরাহ না হওয়ায় যাত্রীদের মধ্যে আস্থার ঘাটতি তৈরি হয়েছে। 


এদিকে, এই পরিস্থিতি নিয়ে হজ ও ওমরাহ এজেন্সির মালিকরা হতাশা প্রকাশ করেছেন। তাদের মতে, বর্তমান সংকটের কারণে তারা যাত্রীদের যথাযথ সেবা দিতে পারছেন না। তারা আরও জানিয়েছেন, যাত্রীদের সাথে যোগাযোগের সময় তাদের কোনো সঠিক তথ্য দিতে না পারায় বেশ কিছু যাত্রীর টিকিট বাতিলের কথাও শোনা যাচ্ছে। এটি তাদের জন্যও একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কারণ এর ফলে তাদের ব্যবসায়ও ক্ষতি হতে পারে। 


বিশেষজ্ঞরা বলছেন, সরকার যদি এই পরিস্থিতি মোকাবেলা করতে না পারে, তবে আগামী দিনগুলোতে আরো বেশি মানুষ হজ ও ওমরাহে যাওয়ার জন্য সমস্যার সম্মুখীন হতে পারে। তাদের মতে, এই ধরনের সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে হজযাত্রীদের জন্য আরো বড় বিপদ হতে পারে। 


এদিকে, প্রশাসনের পক্ষ থেকে কিছু ব্যবস্থা নেওয়া হলে এই সমস্যা সমাধান হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। তাদের মতে, টিকা সরবরাহের ব্যবস্থা স্থায়ীভাবে গড়ে তোলা হলে, হজযাত্রীরা আর সমস্যার সম্মুখীন হবেন না।