মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তবর্তী এলাকায় ভারতীয় নাগরিকদের হাতে আহাদ আলী নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রোববার দুপুরে কর্মধা ইউনিয়নের মুড়াইছড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। জানা যায়, ভারতীয় নাগরিকরা আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশের পাঁচ গজ ভেতরে ঢুকে আহাদ আলীর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত আহাদ আলী মুড়াইছড়া এলাকার ইউসুফ আলীর ছেলে।
এ ঘটনায় কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম আপছার জানান, জমি নিয়ে ভারতীয়দের সঙ্গে আহাদ আলীর কথা কাটাকাটি হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে ভারতীয়রা সীমানা পেরিয়ে এসে তার ওপর হামলা চালায়। পুলিশ ইতোমধ্যে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে এবং মামলার প্রস্তুতি চলছে। সীমান্তে এমন বর্বর ঘটনার পুনরাবৃত্তি রোধে স্থানীয় প্রশাসন ও বিজিবি গুরুত্ব সহকারে বিষয়টি পর্যবেক্ষণ করছে।
এলাকাবাসীরা জানিয়েছেন, মুড়াইছড়া সীমান্তের ওই অংশে দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিরোধ চলে আসছে। সীমান্তবর্তী এলাকায় বসবাসরত মানুষের মধ্যে প্রতিনিয়ত উত্তেজনা বিরাজ করছে। ভারতের কিছু ব্যক্তি মাঝে মধ্যেই আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ঝামেলা সৃষ্টি করে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এই ঘটনায় তাদের ক্ষোভ ও উদ্বেগ বেড়েছে। তারা সীমান্তে কড়া নজরদারি ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আহাদ আলী তার পারিবারিক জমিতে কাজ করছিলেন। সেই সময় ভারতের কিছু নাগরিক জমি নিয়ে তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে তারা সীমান্ত অতিক্রম করে এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে হামলা করে। ঘটনাস্থলেই আহাদ গুরুতর আহত হন। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে তার অবস্থা গুরুতর হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তিনি মারা যান।
এদিকে সীমান্তে এই ধরনের সহিংস ঘটনা নিয়মিত ঘটে চলায় এলাকাবাসীরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। বিশেষ
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।