জানুয়ারির শেষের দিকে শৈত্যপ্রবাহের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
আবহাওয়া ডেস্ক
প্রকাশিত: সোমবার ১৩ই জানুয়ারী ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ন
জানুয়ারির শেষের দিকে শৈত্যপ্রবাহের পূর্বাভাস

চলতি মাসের শেষের দিকে আরেকটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে, এমন তথ্য দিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান। তিনি জানান, জানুয়ারির শেষ দশকের আগেই এই শৈত্যপ্রবাহ আসতে পারে, তবে তারিখ নির্ধারণ করা সম্ভব নয়। 


আজ (১৩ জানুয়ারি) হাফিজুর রহমান আরও বলেন, ঢাকাসহ সারাদেশে আজ ও আগামী ২ দিনের মধ্যে তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে, যা গত ২-৩ দিনের তুলনায় কিছুটা তফাৎ হতে পারে। 


এদিকে, আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস চলতে পারে। 


বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউটি) জানিয়েছে, আজ দেশের আকাশ বেশ কিছু অঞ্চলে পরিষ্কার থাকবে। তবে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। 


এভাবে, জানুয়ারির শেষের দিকে আরেকটি শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে, যা দেশে ঠান্ডা বৃদ্ধি করতে পারে।