পুলিশ সদস্যদের জন্য বাড়তি এক মাসের বেতনের সমপরিমাণ ক্ষতিপূরণ ভাতা এবং স্বতন্ত্র পুলিশ কমিশন গঠনের দাবি উঠেছে রাজারবাগে। গতকাল মঙ্গলবার পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এসব দাবি তুলে ধরা হয়।
পুলিশ সদস্যদের যুক্তি, অন্যান্য সরকারি কর্মচারীরা বছরে ১২৯ দিন ছুটি ভোগ করলেও পুলিশকে ঈদ, নববর্ষসহ সব সরকারি ছুটিতে কাজ করতে হয়। তারা দৈনিক ৮ ঘণ্টার পরিবর্তে ১২-১৪ ঘণ্টা দায়িত্ব পালন করেন, যা পারিবারিক ও সামাজিক জীবনে চাপ সৃষ্টি করে।
অনুষ্ঠানে পুলিশ সদস্য সামিয়া স্বর্ণা বলেন, "নাগরিক নিরাপত্তায় আমরা পরিবারের সুখ ত্যাগ করি। ক্ষতিপূরণ ভাতা পেলে আমাদের মনোবল বাড়বে।"
একইসঙ্গে স্বতন্ত্র পুলিশ কমিশন গঠনের দাবি জানানো হয়। পুলিশ সদরদপ্তরের এএসপি মো. আল আসাদ বলেন, "পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে স্বতন্ত্র কমিশন প্রয়োজন।"
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে পৃথক বৈঠকে বিবাহিতদের এএসপি পদে নিয়োগ না দেওয়ার প্রস্তাব আসে। পুলিশ একাডেমি সারদার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ব্যারিস্টার জিল্লুর রহমান বলেন, "৭০% এএসপি প্রশিক্ষণার্থী বিবাহিত হওয়ায় প্রশিক্ষণে মনোযোগ দিতে পারেন না।"
অন্যান্য দাবির মধ্যে রয়েছে সব স্তরে ঝুঁকি ভাতা চালু, আবাসন সংকট নিরসন, নারী ট্রাফিক সদস্যদের জন্য আলাদা টয়লেট এবং স্বামী-স্ত্রীকে একই জেলায় পদায়ন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশ সদস্যদের নিজ জেলায় পদায়ন এবং ঝুঁকি ভাতার সিলিং বাতিলের বিষয়ে বিবেচনা করা হচ্ছে। তিনি পুলিশকে দুর্নীতিমুক্ত ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
পুলিশ মহাপরিদর্শক ড. বাহারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী উপস্থিত ছিলেন।