প্রকাশ: ৬ জুলাই ২০২৫, ১৫:৪
কোনো ট্যাগ পাওয়া যায়নি
গত ১৫ বছরে বাংলাদেশে গণমাধ্যমের ভূমিকা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত চায় অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে জাতিসংঘকে চিঠি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (৫ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে দ্য ডেইলি স্টার ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত ওই অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শফিকুল আলম বলেন, “গত ১৫ বছরে সাংবাদিকতা কতটা দায়িত্বশীল ছিল, তা খতিয়ে দেখা জরুরি হয়ে পড়েছে। এ সময় তিনটি বিতর্কিত নির্বাচন ও বহু গুম-খুনের ঘটনা ঘটেছে, কিন্তু আমরা সাংবাদিক হিসেবে কতটা সত্য তুলে ধরেছি—সেই প্রশ্ন এখন উঠছে।”
তিনি জানান, জাতিসংঘকে বলা হচ্ছে, তারা যেন বাইরের বিশেষজ্ঞ দল পাঠিয়ে তদন্ত চালায়। ওই দল বাংলাদেশের সাংবাদিকতা পরিবেশ এবং গত ১৫ বছরে গণমাধ্যমের কার্যক্রম বিশ্লেষণ করবে।
প্রেস সচিব বলেন, “এই জায়গায় কাজ না হলে বাংলাদেশে গণমাধ্যমের ওপর মানুষের আস্থা তৈরি হবে না। গণমাধ্যমে বিশ্বাস ফিরিয়ে আনতে এবং সত্য সাংবাদিকতা নিশ্চিত করতে আমাদের সাহসিকতার সঙ্গে এগোতে হবে।”
তিনি উল্লেখ করেন, “একজন সাংবাদিকের রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, কিন্তু সেটা তার সংবাদ পরিবেশনে প্রভাব ফেলে অপতথ্য ছড়ানোর কারণ হলে, সেটা ক্ষতিকর। দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি।”
শফিকুল আলম বলেন, “বিগত সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করেছিল, যেটা গণতন্ত্রের জন্য হুমকি। বর্তমানে অন্তর্বর্তী সরকার সেই নিয়ন্ত্রণ থেকে সাংবাদিকতাকে মুক্ত করার চেষ্টা করছে।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই উদ্যোগ সফল হলে বাংলাদেশের গণমাধ্যম একটি স্বাধীন, নিরপেক্ষ এবং দায়িত্বশীল পথে যাত্রা শুরু করতে পারবে।