প্রকাশ: ৫ জুলাই ২০২৫, ১৮:৪২
মৌলভীবাজারের রাজনগর উপজেলার অন্তেহরি গ্রাম বর্ষা ও শীতকালে একেবারে বদলে যায় প্রকৃতির চমৎকার এক ভিন্ন রূপে। বর্ষার সময়, জুন থেকে নভেম্বর পর্যন্ত অন্তেহরি গ্রামের প্রায় পুরো এলাকা পানির নিচে ডুবে যায়। ফলে গ্রামটি পানির ওপর ভাসমান অবস্থায় দাঁড়িয়ে থাকে, যা অনেকেই ‘জলের গ্রাম’ নামে চেনে। বর্ষাকালে এখানকার খাল, বিল, পুকুর, রাস্তা সব মিশে যায় কাছাকাছি কাউয়াদিঘি হাওরের পানির সঙ্গে। তখন নৌকা ছাড়া চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে, আর নৌকাই একমাত্র মাধ্যম হয়ে দাঁড়ায় মানুষের চলাচলের জন্য।